মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

পবিত্র শবেবরাত পালিত

নিজস্ব প্রতিবেদক

পবিত্র শবেবরাত পালিত

মহান আল্লাহর দরবারে নিজের গুনাহর জন্য গভীর অনুশোচনা এবং এজন্য ক্ষমাপ্রার্থনার পাশাপাশি দুনিয়া ও আখেরাতের সুখ, শান্তি, উন্নতি ও সমৃদ্ধি কামনায় রোনাজারির মাধ্যমে গত রবিবার দিবাগত রাতে দেশজুড়ে পালিত হয়েছে পবিত্র শবেবরাত। হিজরি শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলিম বিশ্বে পবিত্র  শবেবরাত বা ভাগ্যরজনি হিসেবে পালন করা হয়। মহান আল্লাহর বিশেষ দয়া ও করুণা লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, জিকির-আসকার, কবর জিয়ারতসহ নানা ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে রাতটি কাটান। রাজধানীর মসজিদগুলোয় রবিবার রাতে ছিল উপচে পড়া ভিড়। মরহুম পিতা-মাতা ও আত্মীয়-পরিজনের কবর জিয়ারত করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন অনেকে। গরিব-দুঃখীদের মাঝে দান-খয়রাত করেন। এ উপলক্ষে অনেকে রবিবার ও গতকাল নফল রোজাও রেখেছেন। পুরান ঢাকাসহ বিভিন্ন স্থানে ডালা সাজিয়ে আত্মীয়-পরিজন ও পাড়া-প্রতিবেশীদের বাড়িতে রুটি, হালুয়াসহ নানা মিষ্টান্ন বিতরণ করতে দেখা যায়।

এ উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশব্যাপী মসজিদে মসজিদে রাতব্যাপী ইবাদত-বন্দেগি শেষে গতকাল বাদ ফজর আখেরি মোনাজাতে নিজের গুনাহ মাফসহ মরহুম পিতা-মাতা, আত্মীয়-পরিজনের পরকালীন মুক্তি এবং দুনিয়ার সুখ, শান্তি, উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। পবিত্র শবেবরাত উপলক্ষে গতকাল ছিল সরকারি ছুটি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর