শনিবার, ১১ মে, ২০১৯ ০০:০০ টা

দিনে খোলা রাখায় রেস্টুরেন্টে পরিবহন শ্রমিকদের হামলা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট কদমতলী কেন্দ্রীয় বাসটার্মিনালে রমজান মাসে দিনের বেলায় খোলা রেখে ‘হিন্দু রেস্টুরেন্ট’র ব্যানারে মুসলমানদের কাছে খাবার বিক্রির অভিযোগে পাঁচ রেস্টুরেন্টে হামলা চালিয়েছে পরিবহন শ্রমিকরা। জানা যায়, কদমতলী বাসটার্মিনালের কয়েকটি রেস্টুরেন্টে রমজান মাসে পর্দা টানিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে খাবার বিক্রি করা হয়। অভিযোগ ওঠে এসব রেস্টুরেন্টে মুসলিম সম্প্রদায়ের লোকজনও খাবার খেতে যান। সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ শামসুল হক মানিক মিয়ার নেতৃত্বে একদল শ্রমিক গিয়ে কৃষ্ণ দাস, সুজন দাস ও রঙ্গলাল দাসসহ পাঁচজনের রেস্টুরেন্টে হামলা চালান। এ সময় তারা হোটেলের খাবারসামগ্রী ফেলে দেন এবং সামনে টানানো পর্দা টেনে খুলে ফেলেন।

সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ শামসুল হক মানিক বলেন, হিন্দু রেস্টুরেন্টের নামে পর্দা টানিয়ে মুসলমানদের খাওয়ানো হচ্ছিল। তাই তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। পর্দা না টানিয়ে রেস্টুরেন্ট খোলা রাখতে তাদের বলা হয়েছে। যাতে ভিতরে কারা খাবার খাচ্ছে তা লোকজন দেখতে পারে।

সর্বশেষ খবর