বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯ ০০:০০ টা

মতিঝিল আইডিয়ালের ১৬ শিক্ষার্থীর উত্তরপত্র পুনর্মূল্যায়ন দাবি

নিজস্ব প্রতিবেদক

এসএসসি পরীক্ষায় কম নম্বর পাওয়ায় তাদের ১৬ শিক্ষার্থীর ইংরেজি প্রথমপত্রের উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করেছে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। গত ৮ মে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. শাহান আরা বেগম ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান বরাবর আবেদনটি করেন। আবেদনে ১৬ শিক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখসহ তাদের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়। এসব পরীক্ষার্থীর কেউই ওই এক বিষয়ের জন্য গোল্ডেন জিপিএ-৫ পায়নি। ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, আইডিয়াল স্কুলের বাংলা ভার্সনের বহু শিক্ষার্থী যেখানে ইংরেজি প্রথমপত্রে নব্বইয়ের বেশি নম্বর পেয়েছে, সেখানে মেধাবী ইংরেজি ভার্সনের শিক্ষার্থীরা ইংরেজি বিষয়ে এত খারাপ করার কোনো কারণ থাকতে পারে না। তাদের আশঙ্কা, এসব শিক্ষার্থীর উত্তরপত্র মূল্যায়নে কোনো গলদ হয়েছে। এ জন্য তারা এসব খাতা পুনর্মূল্যায়ন চান।

তবে, বোর্ডের আইনানুযায়ী পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের সুযোগ নেই। পুনঃনিরীক্ষার সুযোগ আছে। এর মানে হলো, উত্তরপত্রের নম্বরে যোগ-বিয়োগে ভুল হলে সেটা ঠিক করা যায়।

সর্বশেষ খবর