Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : শনিবার, ১ জুন, ২০১৯ ০০:০০ টা
আপলোড : ১ জুন, ২০১৯ ০০:০৬

অভিভাবকহীন সিলেট চেম্বার

নিজস্ব প্রতিবেদক, সিলেট

অভিভাবকহীন সিলেট চেম্বার

আইনি জটিলতায় নির্বাচন স্থগিত হয়ে যাওয়া ও বর্তমান পর্ষদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অভিভাবকহীন হয়ে পড়েছে। গতকালই শেষ হয়েছে সিলেট চেম্বারের বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ। এদিন সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার শেষ কর্মদিবস পালন করে বর্তমান কমিটি। ফলে আজ থেকেই মূলত অভিভাবকহীন হয়ে পড়ুছে সিলেট চেম্বার অব কমার্স। গত ১১ বছরে এ নিয়ে চতুর্থবারের মতোপ্রশাসক বসছে অর্ধশত বছরের প্রাচীন এই ব্যবসায়ী সংগঠনে। দুই-একদিনের মধ্যে প্রশাসক নিয়োগ সংক্রান্ত চিঠি বাণিজ্য মন্ত্রণালয় থেকে আসার কথা রয়েছে। এবার প্রশাসক হিসেবে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনের নামই উচ্চারিত হচ্ছে জোরেশোরে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এরই মধ্যে সিলেট চেম্বারে প্রশাসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।


আপনার মন্তব্য

এই বিভাগের আরও খবর