বুধবার, ১২ জুন, ২০১৯ ০০:০০ টা

রংপুরের বাজারে মিলছে হাঁড়িভাঙা, দাম চড়া

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের বাজারে মিলছে হাঁড়িভাঙা, দাম চড়া

রংপুরের সুমিষ্টখ্যাত জনপ্রিয় হাড়িভাঙ্গা আম বাজারে আসতে শুরু করেছে। চলতি মাসের তৃতীয় সপ্তাহে গাছ থেকে আঁশহীন এই আম পাড়ার কথা থাকলেও অনেক চাষি আগাম আম পাড়তে শুরু করেছেন। এ কারণে রংপুরের হাটে বাজারে বসেছে হাঁড়িভাঙ্গা আমের বিক্রেতারা। তবে মৌসুমের শুরুতেই বেশি দামে হাঁড়িভাঙ্গার স্বাদ নিতে হচ্ছে ক্রেতাদের। গতকাল বিকালে রংপুর মহানগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় আম বিক্রেতাদের দেখা গেছে। হাঁড়িভাঙ্গার পাশাপাশি ফজলি, সাদা ল্যাংড়া, কালো ল্যাংড়া, মিশ্রিভোগ, আম্রপালিসহ বেশ কিছু জাতের আম উঠেছে পাইকারি বাজারে।  জেলার মিঠাপুকুর ও বদরগঞ্জ উপজেলা থেকে আসা বেশির ভাগ আম ব্যবসায়ী এখানে পাইকারি দরে আম বিক্রি করেন। রাস্তার দুই পাশে তারা আম ভর্তি ঝুড়ির পসরা সাজিয়ে বসে ক্রেতাদের ডাকছেন। রংপুর সিটি বাজারের ফল ব্যবসায়ী ডেমি বলেন, ‘সাধারণত জুনের শেষ ভাগে হাড়িভাঙ্গা আম বাজারে পাওয়া যায়। কিন্তু এবার অত্যধিক গরমের কারণে এক সপ্তাহ আগে হাটে বাজারে আম উঠেছে।’

 আর কিছুদিন পর পুরোদমে বাজারে হাড়িভাঙ্গা আম আসতে শুরু হলে দাম কমে আসবে।’

সর্বশেষ খবর