বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৯ ০০:০০ টা

বাজেটের আগে দরপতন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক

আট কার্যদিবস ধরে উত্থানে থাকা শেয়ারবাজার বাজেট ঘোষণার আগের দিন দরপতন দিয়ে শেষ হয়েছে। গতকাল উভয় শেয়ারবাজারের সব সূচকই কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। টাকার পরিমাণে লেনদেনও কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৯ পয়েন্টে। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৫৬  কোটি টাকা কমেছে। ৫২২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট  লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫৭৮ কোটি টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানির মধ্যে ১১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। কমেছে ১৯৫টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে  বেশি লেনদেন হয়েছে বিবিএস ক্যাবলসের। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ারের ১৮ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার  লেনদেন হয়েছে এবং ১৩ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে আসে বাংলাদেশ শিপিং করপোরেশন।

সর্বশেষ খবর