শুক্রবার, ১৪ জুন, ২০১৯ ০০:০০ টা

বাসিরের ফৌজদারি অপরাধ অনুসন্ধানে দুদকের কমিটি

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের সাময়িক বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাসিরের ফৌজদারি অপরাধের অভিযোগ (ঘুষ লেনদেনের অডিওবিষয়ক) অনুসন্ধানের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিশনের পরিচালক ফানাফিল্লাহর নেতৃত্বে গঠিত এ কমিটির অন্য দুই সদস্য হলেন সহকারী পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান ও মো. সালাউদ্দিন। গতকাল দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের এ তথ্য জানান। উল্লেখ্য,  পুলিশের ডিআইজি মিজানুর রহমানের  বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চালায় দুদক। অনুসন্ধান করেন দুদক পরিচালক এনামুল বাসির। সম্প্রতি ডিআইজি মিজান অভিযোগ করেন, দুর্নীতির অভিযোগ থেকে রেহাই দিতে তার কাছ থেকে বাসির ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন।

 ঘুষ লেনদেনের সময়কার কথোপকথনের অডিও প্রকাশ করেন তিনি। সেই অডিও কথোপকথনের বিষয়েই এই অনুসন্ধান কমিটি গঠন করা হলো। এর আগে তথ্য পাচারের অভিযোগে বাসিরকে সাময়িক বরখাস্ত করেছে দুদক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর