রবিবার, ১৬ জুন, ২০১৯ ০০:০০ টা

নতুন কর্মসূচিতে যেতে পারেন ছাত্রলীগের পদবঞ্চিতরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ছাত্রলীগের কমিটি থেকে ‘বিতর্কিত’দের বহিষ্কারের দাবিতে ২১ দিন যাবৎ ঢাকা বিশ^বিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান করছেন সংগঠনটির পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতা-কর্মীরা। তবে দাবিপূরণে এখনো ছাত্রলীগের উচ্চ পর্যায় থেকে কোনো আশ^াস না পাওয়ায় নতুন কর্মসূচির দিকে যেতে পারেন তারা। গতকাল আন্দোলনরতদের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্তের কথা জানা গেছে। পদবঞ্চিত অংশের মুখপাত্র ছাত্রলীগের বিগত কমিটির কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক রাকিব হোসেন বলেন, ‘আমরা দীর্ঘদিন যাবৎ রাজু ভাস্কর্যে অবস্থান করছি। আমাদের দাবি ন্যায্য ও যৌক্তিক। তা সত্ত্বেও ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তা মেনে নিচ্ছেন না। তাই আমরা শিগগিরই আরও কঠোর কর্মসূচির দিকে যাব। আমরা আমরণ অনশনেও যেতে পারি।’ ২৭ মে ভোররাতে শুরু হওয়া ছাত্রলীগের পদবঞ্চিতদের এ কর্মসূচি গতকাল ২১তম দিন পার করেছে। এ বিষয়ে রাকিব হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী ছাত্রলীগের কমিটি থেকে বিতর্কিতদের বাদ দিতে বলেছিলেন। কিন্তু ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাও মানেননি। ১৯ জনের পদ শূন্য ঘোষণা করলেও তাদের নাম প্রকাশ করা হয়নি। যারা শেখ হাসিনার কথাই মানেন না, তারা কার ছাত্রলীগ করেন?’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর