বুধবার, ১৯ জুন, ২০১৯ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন ছাত্রলীগের পদবঞ্চিতরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে বিতর্কিতদের পদ দেওয়া নিয়ে সৃষ্ট ‘সংকট’ নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দিয়েছেন ছাত্রলীগের পদবঞ্চিত নেতারা। গত রাতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ার কাছে এ স্মারকলিপি দেন পদবঞ্চিতদের একটি প্রতিনিধি দল।

পদবঞ্চিতদের মুখপাত্র ছাত্রলীগের সাবেক কর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক রাকিব জানান, ‘আমরা বিপ্লবদার কাছে স্মারকলিপি দিয়েছি। তিনি এটি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন।’এর আগে মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানের কথা জানান পদবঞ্চিতরা।

সংবাদ সম্মেলনে পদবঞ্চিতদের মুখপাত্র রাকিব হোসেন লিখিত বক্তব্যে বলেন, ‘আমরা দীর্ঘ ২৩ দিন ধরে এখানে (রাজু ভাস্কর্যে) মানবেতর জীবনযাপন করছি। অথচ আমাদের দাবিগুলো বাস্তবায়ন হয়নি। ছাত্রলীগের কমিটি দেওয়ার (১৩ মে) এক মাস হয়ে গেলেও এখন পর্যন্ত বিতর্কিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। আমাদের পদ-পদবি মুখ্য নয়, আমরা ছাত্রলীগকে কলঙ্কমুক্ত করতে চাই।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর