বুধবার, ২৬ জুন, ২০১৯ ০০:০০ টা

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক

মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। গতকাল পররাষ্ট্রমন্ত্রী তার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝাং জুয়োর সঙ্গে সাক্ষাৎকালে এ সহযোগিতা চান। সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের অভিজ্ঞতার কথা জানান এবং শরণার্থীদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ে জোর দেন।

প্রত্যাবাসন শুরু করতে বাংলাদেশ প্রস্তুত উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী চীনের রাষ্ট্রদূতকে বলেন, মিয়ানমারকে অবশ্যই  ইতিবাচক পরিবেশ সৃষ্টি করতে হবে, যাতে রোহিঙ্গা জনগোষ্ঠী রাখাইনে ফেরত যেতে নিরাপদ বোধ করেন।

 সম্প্রতি চীনের রাষ্ট্রদূূত কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন। রাষ্ট্রদূত ঝাং জুয়ো বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আরও শক্তিশালী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর