দ্রুত সময়ের মধ্যে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, ক্রাস প্রোগ্রাম চালুসহ পাঁচ দফা দাবি পূরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করেছে ঢাকার সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। গতকাল দুপুরে সাত কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান তাদের দাবি পূরণের আশ্বাস দেন।
এর আগে, সোমবার বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে ঢাবির মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেন। এ সময় সেশনজট নিরসন, ত্রুটিমুক্ত ফলপ্রকাশ ও স্বতন্ত্র প্রশাসনিক ভবন নির্মাণসহ নানা দাবি সংবলিত প্লেকার্ড বহন এবং স্লোগান দেন তারা। দুপুর ১২টার দিকে প্রক্টরিয়াল টিমের মধ্যস্থতায় কলেজগুলোর সাতজন প্রতিনিধি উপাচার্য ড. মো. আখতারুজ্জামানকে স্মারকলিপি দিতে তার কার্যালয়ে যান। সেখানে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন উপাচার্য।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        