শনিবার, ২০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

সিইসি সরকারি হজ প্রতিনিধি হওয়ায় বিএনপির প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার হজ প্রতিনিধি দলের সদস্য হিসেবে অন্তর্ভুক্তির বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে বিএনপি। গতকাল বিকালে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার সরকারের একটি হজ দলের সদস্য হয়েছেন। যার প্রধান হচ্ছেন, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। আর প্রধান নির্বাচন কমিশনার একজন সদস্য। এটা পুরো হাস্যকর ব্যাপার। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা অবিলম্বে সরকারের কাছ থেকে একটা ব্যাখ্যা দাবি করছি।’ মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার এবং নির্বাচন কমিশন এরা সংবিধানকে একেবারে তোয়াক্কা করে না, সংবিধানের আশপাশ দিয়ে যায় না এবং একই সঙ্গে এই রাষ্ট্রটাকে তারা তাদের ব্যক্তিগত সম্পত্তি মনে করেন। সংবিধানের বাইরে যাওয়ার ক্ষমতা কারোরই  নেই। সেখানে প্রধান নির্বাচন কর্মকর্তা কোন আইনে,  কোন ক্ষমতা বলে একটা হজ ব্যবস্থাপনার তত্ত্বাবধায়ন ও দিকনির্দেশনা প্রদানের জন্য একটি হজ প্রতিনিধি দলের সদস্য হয়ে যাচ্ছেন।’ তিনি বলেন, ‘এটা ডিসগ্রেসফুল। চিন্তা করা যায় না তিনি এ রকম কমিটিতে সৌদি আরব যাচ্ছেন। উনি (সিইসি) যদি হজ করতে চাইতেন তাহলে বাদশাহর বিশেষ মেহমান হয়ে যেতে পারতেন। আপনারা আত্মসম্মানবিবর্জিত ব্যক্তিদের নির্বাচন কমিশনের প্রধান করে এ দেশের নির্বাচনব্যবস্থাকে কোথায় নিয়ে  গেছেন?’

সর্বশেষ খবর