মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

সিলেটের অর্থনৈতিক উন্নয়নে ২২ সুপারিশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট জেলার অর্থনৈতিক উন্নয়নে ২২টি সুপারিশ করেছেন বিশিষ্টজনেরা। এই ২২টি সুপারিশ বাস্তবায়িত হলে সিলেটের কাক্সিক্ষত উন্নয়ন হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিল্প ও পর্যটন খাতে এগিয়ে যাবে সিলেট। সৃষ্টি হবে বিপুলসংখ্যক কর্মসংস্থানও। এই সুপারিশগুলো বাস্তবায়নে বর্তমান সরকারে থাকা সিলেটের পাঁচজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকেও আন্তরিকভাবে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেটের বিশিষ্টজনেরা। ‘সিলেট বিভাগের অর্থনৈতিক উন্নয়ন রোডম্যাপ : সম্ভাবনা ও চাহিদা’ শীর্ষক এক গোলটেবিল থেকে এই সুপারিশগুলো

করা হয়। গতকাল দুপুরে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএমসিসিআই) উদ্যোগে চেম্বারের হলরুমে এই গোলটেবিলের আয়োজন করা হয়। চেম্বারের প্রথম সহ-সভাপতি শফিউল আলম নাদেলের সভাপতিত্বে বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোছাদ্দেক আহমদ চৌধুরী। অধ্যাপক মোছাদ্দেক সিলেট জেলার অর্থনৈতিক উন্নয়নের জন্য কতগুলো সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরেন। বৈঠকে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যারিস্টার আরশ আলীসহ বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর