প্রতিবছর রংপুরে নেতা-কর্মীদের নিয়ে ঈদুল আজহা উদযাপন করতেন সদ্য প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। রংপুর মহানগরীসহ বিভিন্ন স্থানে প্রায় ২০টি গরু কোরবানি দিতেন তিনি। কিন্তু চেয়ারম্যানের মৃত্যুর পরই থেমে যায় জাতীয় পার্টির নানা কর্মকা । এ বছর মাত্র দুটি গরু কোরবানি করা হয়েছে রংপুরে। জাতীয় সংসদের বিরোধীদলীয় এই নেতার মৃত্যুর সঙ্গে সঙ্গে গরু কোরবানির সংখ্যা কমে যাওয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে দলের সাধারণ কর্মীসহ এরশাদ ভক্তদের মাঝে। ১২ আগস্ট সকালে রংপুরের পল্লী নিবাসে হুসেইন মুহম্মদ এরশাদসহ সাতজনের নামে দুটি গরু কোরবানি করা হয়। এবার আর আগের মতো বিভিন্ন স্থানে সাংগঠনিকভাবে গরু কোরবানি করা হয়নি। এমনকি বর্তমান দলীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরসহ পরিবারের পক্ষ থেকে জীবদ্দশায় এরশাদের দেওয়া ব্যক্তি ও সংগঠনে এবার গরু সরবরাহ করেননি কেউ। তবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগরের সভাপতি সিটি মেয়র মোস্তাফিজার রহমান নগরীর এরশাদনগর ও রিকশা শ্রমিক পার্টির অফিসে এরশাদের পক্ষ থেকে দুটি গরু কোরবানি করেন। এ প্রসঙ্গে সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ‘স্যার (এরশাদ) ২০টি গরু বিভিন্ন জায়গায় কোরবানি দিতেন। আমার সেই সামর্থ্য নেই। তবুও ক্ষুদ্র সামর্থ্যে স্যারের রুহের মাগফিরাত কামনায় আমি তার প্রতিষ্ঠিত এরশাদনগর এবং শাপলা চত্বরে রিকশা শ্রমিক পার্টির জন্য দুটি গরু কিনে কোরবানি দিয়েছি।’ মহানগর জাপার দফতর সম্পাদক কাজী জাহিদ হোসেন লুসিড বলেন, ‘এরশাদ স্যার প্রতিবছর যেসব জায়গাতে এবং সংগঠনে কোরবানির জন্য গরু কিনে দিতেন, এবার তা হয়নি। তাঁর পরিবারের পক্ষ থেকে পল্লী নিবাসে ও স্কাই ভিউতে গরু কোরবানি করা হয়েছে। এ ছাড়াও মহানগরের সাধারণ সম্পাদক দলীয় কার্যালয়ে একটি গরু কোরবানি দিয়েছেন।’
শিরোনাম
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
- এবার ‘ট্রাম্প সুগন্ধি’ বাজারে, বিতর্ক
- মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত গ্রেফতার
- পারমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ইরানের
- তিতাসে পাওনা টাকা নিয়ে রাজমিস্ত্রিকে রড দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেফতার ২
এরশাদ নেই তাই রংপুরে কোরবানিও কম!
রংপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর