শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

এয়ারক্রাফট দুর্ঘটনার কারণ অনুসন্ধান কোর্সের সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

‘নবম এয়ারক্রাফট দুর্ঘটনার কারণ অনুসন্ধান’ বিষয়ক কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান গতকাল বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল মো. কামরুল এহসান কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন। আইএসপিআর জানায়, কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ছয়জন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, শ্রীলঙ্কা বিমান বাহিনী, যুক্তরাষ্ট্র বিমান বাহিনী এবং রাজকীয় মালয়েশিয়ান বিমান বাহিনীর  একজন করে ১১ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা অংশ নেন। কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এয়ার কমোডর শাহে আলম কোর্সে প্রথম স্থান লাভ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ আমন্ত্রিত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী, শ্রীলঙ্কা ও মালয়েশিয়ান হাইকমিশন এবং আমেরিকান দূতাবাসের আমন্ত্রিত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর