বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

পর্যায়ক্রমে পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করা হবে : নওফেল

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, শিক্ষার গুণগত মান এবং অবকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে সরকার। পর্যায়ক্রমে মাদ্রাসা শিক্ষাসহ সব শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করা হবে। রাজধানীর বসিলায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে মাদ্রাসায় উচ্চশিক্ষা ব্যবস্থার উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহর সভাপতিত্বে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক সফিউদ্দিন           আহমদ বক্তব্য দেন। উপমন্ত্রী বলেন, এই মুহূর্তে নৈতিকতার উন্নয়ন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত পেশাগত জীবনে তারা নৈতিক হবেন দেশ ও সমাজ তাই আশা করে। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত আলেম সমাজকে সর্বোচ্চ নৈতিক হওয়ার আহ্বান জানান উপমন্ত্রী।

সর্বশেষ খবর