শিরোনাম
শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ আবারও সেরা করদাতা

সম্মাননা পাচ্ছে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড (ইডব্লিউএমজিএল) টানা তিন বছরের পর ২০১৮-১৯ করবর্ষের জন্যও শীর্ষ করদাতা নির্বাচিত হয়েছে আগামী ১৩ নভেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির প্রতিনিধির হাতে ট্যাক্স কার্ড, ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেবে।

রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে সর্বোচ্চ ও দীর্ঘ সময় ধরে কর দেওয়া জাতীয়ভাবে ব্যক্তি পর্যায়ে ৭৪ ব্যক্তি এবং কোম্পানি পর্যায়ে ৫৭ প্রতিষ্ঠানকেও সম্মাননা দেওয়া হবে। ট্যাক্স কার্ড ও ক্রেস্ট দেওয়া হবে এলাকাভিত্তিক উল্লেখযোগ্য আরও কিছু ব্যক্তিকেও। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে ইডব্লিউএমজিএল টানা তিন বছরের পর এবারও সেরা করদাতা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। এই প্রতিষ্ঠানের মালিকানাধীন ছয়টি গণমাধ্যম হলো- কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ইংরেজি পত্রিকা ডেইলি সান, অনলাইন পত্রিকা বাংলা নিউজটোয়েন্টিফোর ডটকম, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন এবং রেডিও ক্যাপিটাল। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবার এর আগে করবাহাদুর পরিবার হিসেবে নির্বাচিত হয়। এনবিআর থেকে যাচাই-বাছাই করে ট্যাক্স কার্ডপ্রাপ্তদের নামের তালিকা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। সেখানে চূড়ান্ত অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এসব নামের তালিকা প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে জাতীয় পর্যায়ে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম রয়েছে। কোম্পানি পর্যায়ে ১৪টি এবং অন্যান্য পর্যায়ে চারটি ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড দেওয়া হয়ে থাকে। ট্যাক্স কার্ডের মেয়াদ থাকবে এক বছর।

সর্বশেষ খবর