শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরায় এক ছাদের নিচে চার আন্তর্জাতিক প্রদর্শনী

চলবে ১০ নভেম্বর পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) একযোগে শুরু হয়েছে টেক্সটাইল ও গার্মেন্ট খাতের চার আন্তর্জাতিক প্রদর্শনী। চলবে ১০ নভেম্বর পর্যন্ত। গতকাল প্রদর্শনীগুলোর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী।

পঞ্চমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেব্রিক অ্যান্ড ইয়ার্ন এক্সপো ২০১৯’, ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল গার্মেন্ট অ্যান্ড টেক্সটাইল এক্সপো ২০১৯’, ‘প্রিন্ট প্যাক অ্যান্ড সাইন এক্সপো ২০১৯’ এবং ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল ডাইস পিগমেন্টস অ্যান্ড কেমিক্যালস এক্সপো ২০১৯’ শিরোনামের প্রদর্শনীগুলোতে এবার অংশ নিয়েছে এশিয়া ও ইউরোপের ১৪টি দেশ। আইসিসিবির দুটি হলজুড়ে মেলার আয়োজন করেছে রেড কার্পেট ৩৬৫। প্রদর্শনীতে বস্ত্র ও পোশাকশিল্প, ডিজিটাল প্রিন্টিং, সাইন ইন্ডাস্ট্রি, পেপার প্রিন্টিং ও প্যাকেজিং শিল্পের সব ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতি, সরঞ্জাম ও প্রযুক্তি নিয়ে হাজির হয়েছে উৎপাদনকারী, সরবরাহকারী ও আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রদর্শনীগুলো সবার জন্য উন্মুক্ত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ), টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট ইনস্টিটিউশন (আইটিইটি), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ সাইন ম্যাটেরিয়ালস অ্যান্ড মেশিনারিজ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ডিজিটাল প্রিন্টার মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর