শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

খুলনায় টিসিবির লাইনে মধ্যবিত্তরা

চট্টগ্রামের পাঁচ থানায় সুলভ মূল্যে পিয়াজ বিক্রি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

কোনো অবস্থায় কমছে না পিয়াজের দাম। বাজার নিয়ন্ত্রণে রাখতে খুলনা নগরীতে ৪৫ টাকা দরে প্রতিদিন গড়ে ৬ হাজার কেজি পিয়াজ বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। কিন্তু তাতেও পিয়াজের দাম কমেনি পাইকারি ও খুচরা বাজারে। এদিকে খুলনার সোনাডাঙ্গা কাঁচাবাজার, নিউমার্কেট, শেখপাড়া, দৌলতপুর, কেসিসি সান্ধ্যবাজার ও জোড়াকল বাজারে নতুন পিয়াজ এলেও দাম আকাশছোঁয়া। গতকাল প্রতি কেজি নতুন পিয়াজ ১৭০-১৮০ টাকা দরে বিক্রি হয়েছে। আমদানি করা পুরনো পিয়াজ বিক্রি হয়েছে ২৩০-২৪০ টাকায়। সরেজমিন দেখা গেছে, বাজারে পিয়াজের দাম না কমায় এখন নি¤œবিত্তের পাশাপাশি মধ্যবিত্তরাও দাঁড়াচ্ছেন টিসিবির লাইনে। গত দুই দিনে নগরীর সোনাডাঙ্গা আবাসিক অভিজাত এলাকায় ও ময়লাপোতা মোড়ে গ্রাহকের দীর্ঘ লাইন পড়ে টিসিবির ট্রাকের সামনে। সেখানে প্রখর রোদের মাঝে ঘণ্টার পর ঘণ্টা ব্যাগ হাতে বিভিন্ন বয়সী নারী-পুরুষকে অপেক্ষায় থাকতে দেখা যায়। পাশাপাশি ভিড় বাড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের তৎপরতা দেখা যায়। বেসরকারি চাকরিজীবী হাবিবুর রহমান জানান, বাজারে পিয়াজ ও শীতকালীন

সবজির সরবরাহ রয়েছে। কিন্তু যে হারে দাম বাড়ছে তাতে বেতনের টাকায় সংসার চালানো কষ্টকর হয়ে গেছে। টিসিবির আঞ্চলিক ব্যবস্থাপক রবিউল মোর্শেদ বলেন, গ্রাহকের চাহিদার কথা বিবেচনা করে প্রতিদিন ছয়টি পয়েন্টে ৬ হাজার কেজি পিয়াজ বিক্রি করা হচ্ছে। একই সঙ্গে ১৪টি জেলায় টিসিবির পিয়াজ বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। বাজারে দাম না কমা পর্যন্ত ৪৫ টাকা দরে পিয়াজ বিক্রি করা হবে। চট্টগ্রামের পাঁচ থানায় সুলভ মূল্যে  পিয়াজ বিক্রি : নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম জানায়, চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)’র উদ্যোগে বিক্রি করা হবে পিয়াজ। ক্রমাগত মূল্যবৃদ্ধি পেতে থাকা পিয়াজ বিক্রি করা হবে মাত্র ৪৫ টাকায়। অনেকটা স্রোতের বিপরীতে গিয়ে অভিনব এ উদ্যোগ নিয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি। তাদের এ কার্যক্রমে সহায়তা করছে সিএমপি। আজ সকাল ১০টা থেকে নগরীর ৫ থানা প্রাঙ্গণে একযোগে শুরু হবে এ কার্যক্রম। যা চলবে টানা সাত দিন। সিএমপির কমিশনার মাহাবুবর রহমান বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়। এ উদ্যোগের ফলে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে।’ জানা যায়, পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে পাঁচ থানায় পিয়াজ বিক্রির উদ্যোগ নেওয়া হয়। আজ সকাল ১০টা থেকে সিএমপির কোতোয়ালি, খুলশী, পাহাড়তলী, চান্দগাঁও ও ইপিজেড থানায় পিয়াজ বিক্রি করা হবে। প্রত্যেক থানা প্রাঙ্গণে এক টন করে প্রতিদিন মোট পাঁচ টন পিয়াজ বিক্রি হবে। একজন ক্রেতা সর্বোচ্চ ১ কেজি করে পিয়াজ ক্রয় করতে পারবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর