সোমবার, ২০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

দেশের সব বিমানবন্দরে অ্যাম্বুলেন্স ও ডাক্তার রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে অনতিবিলম্বে জরুরি স্বাস্থ্যসেবাসহ পর্যাপ্ত অ্যাম্বুলেন্স, ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী রাখার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এ সংক্রান্ত রায়ের কপি গতকাল প্রকাশ করা হয়েছে বলে রিটকারী আইনজীবী ব্যারিস্টার হামিদুল মুহসিন জানিয়েছেন। সম্প্রতি এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে হাই কোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশনা দিয়ে রায় ঘোষণা করেন। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বি এম হামিদুল মিজবাহ। ২০১৭ সালের ২৭ অক্টোবর মীর রফিকুল ইসলাম নামে নরওয়ে ও বাংলাদেশের দ্বৈত নাগরিক শাহজালাল বিমানবন্দর থেকে স্ত্রীসহ নরওয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যান। চিকিৎসার জন্য তার স্ত্রী কর্তৃপক্ষের কাছে আবেদন জানালে তারা সেবা দিতে অপারগতা জানান। কারণ, জরুরি চিকিৎসার জন্য তাদের ডাক্তার বা অ্যাম্বুলেন্স ছিল না। বিমানবন্দর কর্তৃপক্ষ ট্যাক্সিক্যাবে হাসপাতালে নিতে বলে। ১ ঘণ্টা পর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর