সোমবার, ২০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

গ্রেফতারি পরোয়ানার সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতার সম্পর্ক নেই

------------------- তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ফৌজদারি অপরাধের মামলায় প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতার কোনো সম্পর্ক নেই। অবহেলাজনিত মৃত্যু হওয়ার পর সেটি লুকানোর অপচেষ্টা বা একই সঙ্গে পোস্টমর্টেম না করে দাফন করা- এগুলো নিশ্চয়ই অপরাধ। সমসাময়িক ইস্যু নিয়ে গতকাল সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।  প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও বিশিষ্ট নাগরিকদের বিবৃতি কীভাবে দেখছেন? এ প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, যে কেউ বিবৃতি দিতে পারেন। আমাদের দেশে মত প্রকাশের স্বাধীনতা আছে। যে কেউ তার মত প্রকাশ করতে পারেন। আমি দেখেছি কাগজে, ৪৭ বিশিষ্টজন এ ব্যাপারে বিবৃতি দিয়েছেন। বাংলাদেশে এ ৪৭ জন ছাড়াও আরও হাজার হাজার বিশিষ্টজন বা বুদ্ধিজীবী আছেন। তারা তাদের বিবৃতি দিতেই পারেন। হাছান মাহমুদ বলেন, কোনো অবহেলাজনিত মৃত্যু হওয়ার পর সেটি যদি লুকানোর অপচেষ্টা করা হয় বা একই সঙ্গে পোস্টমর্টেম না করে দাফন করা হয়- এগুলো তো নিশ্চয়ই অপরাধ। প্রথমত, অবহেলাজনিত মৃত্যু, যদিও এটি এখনো ইনভেস্টিগেশন পর্যায়ে আছে, সেটি হওয়ার পর, সেটিকে লুকানোর চেষ্টা কিংবা এ ধরনের অপমৃত্যু হলে পোস্টমর্টেম ছাড়া দাফনের জন্য যারা অনুষ্ঠানের আয়োজন করেছিল তাদের পক্ষ থেকে প্ররোচনা দেওয়া হয়েছিল বলে অভিযোগ আছে। অভিযোগ সত্য-মিথ্যা সেটি তদন্তে বেরিয়ে আসবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর