শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

দক্ষ হয়ে বিদেশ গেলে বেশি বেতন

-মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

চলতি বছরের মধ্যেই রাজশাহীর দৃশ্যমান পরিবর্তন হবে উল্লেখ করে মেয়র খায়রুজ্জামান বলেছেন, রাজশাহীর সার্বিক উন্নয়নে দুই হাজার ৯৩১ কোটি টাকার একটি প্রকল্প প্রধানমন্ত্রী কর্তৃক একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে। এই প্রকল্পটি পাস হলে নগরীর ব্যাপক উন্নয়ন হবে। গতকাল দুপুরে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ২০২০ সালের নবাগত শিক্ষার্থী বরণ ও এসএসসি (ভোক) পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র। টিটিসি মাঠে এই অনুষ্ঠানের আয়োজন  করা হয়। লিটন বলেন, বাংলাদেশের প্রায় ৭০ লাখ মানুষ বিভিন্ন দেশে কর্মরত আছেন। দেশের বাইরে থেকে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সরকার দক্ষ জনশক্তি গড়তে প্রশিক্ষণের নানা ব্যবস্থা গ্রহণ করেছে। দক্ষ হয়ে বিদেশ গেলে অদক্ষ কর্মীর চেয়ে দুই থেকে তিনগুণ বেশি বেতন পাওয়া যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনশক্তিকে সম্পদে পরিণত করতে চান। সে লক্ষ্যে কাজ করছে সরকার। রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী আবদুর রহিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক হামিদুল হক, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ, উপ-পুলিশ কমিশনার  তারিকুল ইসলাম, কোইকার প্রজেক্ট ম্যানেজার কিম ইয়ং উক, রাজশাহী টিটিসির উপাধ্যক্ষ আক্তারা শাহিন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর