বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
নির্বাচন পরিচালনায় ব্যর্থতা

সংসদে ইসির পদত্যাগ চাইল বিএনপি

নিজস্ব প্রতিবেদক

বিএনপির এমপি হারুনুর রশীদ সদ্য শেষ হওয়া ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন পরিচালনায় ব্যর্থতার দায় নিয়ে ইসির পদত্যাগের দাবি জানিয়েছেন। তিনি বলেন, যে নির্বাচনে ওয়ান থার্ড ভোটার উপস্থিত নেই, সেই নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা  নেই। নির্বাচন কমিশন ভোট গ্রহণের ক্ষেত্রে টোটালি ব্যর্থ এবং অযোগ্য। এই ব্যর্থতার দায় নিয়ে তাদের সরে যাওয়া উচিত। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের ষষ্ঠ অধিবেশনে গতকাল অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। সিটি নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হারুনুর রশীদ বলেন, ১ ফেব্রুয়ারি বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। নির্বাচন কমিশনের দেওয়া ফলাফল অনুযায়ী একটি সিটিতে মাত্র ২৪ শতাংশ ভোট পড়েছে। আরেক সিটিতে মাত্র ২৭ শতাংশ ভোট পড়েছে। যেখানে এক-তৃতীয়াংশ  ভোটার উপস্থিত হলো না, এই নির্বাচনের কি কোনো গ্রহণযোগ্যতা আছে? এখানে সিংহভাগ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারল না, তাদের মতামত ও রায় দিতে পারল না, সেই নির্বাচনের কি কোনো বৈধতা আছে? বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, এই ইসির আমল ছাড়া অতীতে  কোনো সময় স্থানীয় সরকার নির্বাচনে বা জাতীয় নির্বাচনে ৫০ ভাগের কম ভোটের নজির নেই।

সংবিধান যখন প্রণয়ন করা হয়েছিল বাংলাদেশের কোথাও নির্বাচনে ৩০ ভাগের কম ভোটার উপস্থিতি ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য ছিল না।

 ‘অযোগ্য অপদার্থ’ নির্বাচন কমিশনের এই ব্যর্থতার দায় নিয়ে সরে যাওয়া উচিত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর