শিরোনাম
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সংযোগ ফি মওকুফে পতন থেকে বাঁচল বিটিসিএল

নিজস্ব প্রতিবেদক

মুজিববর্ষ উপলক্ষে ল্যান্ডফোন সংযোগ ফি মওকুফ করেছে রাষ্ট্রায়ত্ত কোম্পানি বিটিসিএল। এ উদ্যোগে ল্যান্ডফোন সেবা থেকে মানুষের চলে যাওয়ার প্রবণতা ঠেকানো সম্ভব হয়েছে। এতে নিয়মিত ক্ষতি ও পতনের হাত থেকে প্রতিষ্ঠানকে বাঁচানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল মতিন। গতকাল রাজধানীর নিউ ইস্কাটনে বিটিসিএল প্রধান কার্যালয়ে ‘বিটিসিএলের ব্র্যান্ডিং এবং গণমাধ্যম’ শীর্ষক এক কর্মশালায় তিনি কথা বলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রায়ত্ত কোম্পানি বিটিসিএলের ল্যান্ডফোনের সংযোগ ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বছরজুড়ে এ সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া বিটিসিএল ল্যান্ডফোনে মাসিক ভাড়া ১৮০ টাকা আগেই তুলে দেওয়ার সঙ্গে ১৫০ টাকায় সারা মাস কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল মতিন বলেন, আমার নিজস্ব কিছু তথ্য আছে। গ্রাহকসংখ্যা যেভাবে নেমে যাচ্ছিল তা স্থির অবস্থানে রয়েছে।

 গত ১৩ মাসের মধ্যে এই প্রথম মাস সর্বনিম্ন “ক্লোজিং” অর্থাৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে ৪ হাজার ৬৬৭টি। বিটিসিএলের হিসাবে, বর্তমানে দেশে ল্যান্ডফোনের সংখ্যা ৫ লাখের কিছু বেশি। ২০০৯ সালে সারা দেশে ৮ লাখ ৬০ হাজারের মতো গ্রাহক ছিল। এ কয়েক বছরে ৩ লাখের বেশি গ্রাহক হারিয়েছে এই প্রতিষ্ঠানটি। কর্মশালায় উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম হাবিবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান চৌধুরীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর