রাজধানীতে নিত্যপণ্যের বাজারে পিয়াজের দাম কিছুটা কমতে শুরু করেছে। মিয়ানমারের পিয়াজের সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে দাম কমেছে ৪০ টাকা পর্যন্ত। তবে এখনো চড়া দামেই সবজি বিক্রি হওয়ার তথ্য মিলেছে। সপ্তাহের ব্যবধানে কিছু সবজির দাম বেড়েছে। গতকাল রাজধানীর কারওয়ান বাজার, নিউমার্কেট, রামপুরা, মালিবাগ হাজীপাড়া, খিলগাঁও এলাকার বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। এসব বাজারে গত সপ্তাহে ১৪০ থেকে ১৫০ টাকা কেজিতে বিক্রি হওয়া পিয়াজের দাম কমে ১০০-১২০ টাকা হয়েছে। নিউমার্কেট কাঁচাবাজারের বিক্রেতা আফজাল হোসেন বলেন, শ্যামবাজারে পিয়াজের দাম কমায় আমরা কম দামে বিক্রি করছি। মিয়ানমারের পিয়াজের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। এদিকে লাউ, করলা, টমেটো, শসা, শিম, শালগম, মুলা, গাজর, ফুলকপি, বাঁধাকপি, বেগুনে বাজার ভরপুর থাকলেও দাম বেশ চড়া। গত সপ্তাহের মতো এখনো বাজারে দামি সবজির তালিকায় থাকা করলা প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা। ১০০ টাকার সবজির তালিকায় আছে লাউ, বরবটি এবং কচুর লতি। বাজার ও আকার ভেদে লাউ বিক্রি হচ্ছে প্রতিটি ৬০-১০০ টাকায়। বরবটির কেজি ৮০-১০০ টাকা। গত সপ্তাহের মতো শসা বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকা কেজি। পেঁপে ৩০-৫০ টাকা, দেশি পাকা টমেটোর কেজি ৪০-৬০ টাকা। কাঁচা পেঁপে কেজি বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকায়। সপ্তাহের ব্যবধানে দাম অপরিবর্তিত রয়েছে শিম, ফুলকপি, বাঁধাকপি, শালগম ও গাজরের। ভালোমানের শিমের কেজি বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা। ফুলকপি বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায়। একই দামে বিক্রি হচ্ছে বাঁধাকপি। গাজর বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা কেজি। সবজির চড়া বাজারে নতুন করে দাম বেড়েছে বেগুন, মুলা, কাঁচামরিচের। গত সপ্তাহে ২০-২৫ টাকা কেজি বিক্রি হওয়া মুলার দাম বেড়ে ৩০-৩৫ টাকা হয়েছে। ৪০-৫০ টাকার বেগুন বেড়ে ৫০-৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কাঁচামরিচ ২৫০ গ্রাম বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১৫-২০ টাকা। মালিবাগ বাজারের বিক্রেতা ফয়সাল খান বলেন, সবজির দাম কমার সম্ভাবনা নেই। দিন যত যাবে দাম তত বাড়বে। এ বাজারের ক্রেতা রায়হান রহমান বলেন, শীতের ভরা মৌসুমে সবজির এত দাম আগে দেখিনি। বাজারে কার্যকর তদারকি না থাকায় সবকিছুর দাম এমন চড়া। এদিকে রুই মাছ ২২০-৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তেলাপিয়া ১৩০-১৭০, শিং ৩০০-৪৫০, শোল মাছ ৪০০-৭৫০, পাবদা ৪০০-৫০০, টেংরা ৪৫০-৬০, নলা ১৮০-২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১২৫-১৩০ টাকা কেজি। পাকিস্তানি কক ২৩০-২৪০, লাল লেয়ার বিক্রি হচ্ছে ২০০-২২০ টাকা কেজি। গরুর মাংস ৫৫০-৫৭০ এবং খাসির মাংস ৭০০-৮৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শিরোনাম
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন
- চীনে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ জাপানের
- এমবিবিএস ডাক্তারের টেবিলের ড্রয়ারে মিলল ইয়াবা
- সাবেক মেয়র আইভীকে ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট
- লালমনিরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ
- খুলনার নতুন জেলা প্রশাসক জামশেদ খোন্দকারের যোগদান
- শিক্ষকের শূন্যপদের চাহিদা চেয়ে এনটিআরসিএর বিজ্ঞপ্তি
- মেক্সিকোতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- লালমনিরহাটে সাংবাদিকদের সংগঠন ‘প্রেস ফাইভ’-এর আত্মপ্রকাশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৯৫ মামলা
- পাচারের অভিযোগ, ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করল ইরান
- ছাত্রশক্তির ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা, কে কোন পদে লড়ছেন
- মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ১২ বাংলাদেশি প্রতিষ্ঠান
- রাজধানীতে অস্ত্র-মাদকসহ একটি চক্রের সবাই গ্রেফতার: ডিবি
- দুই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক
- সৌদির এফ-৩৫ পাওয়া নিয়ে ইসরায়েল কেন উদ্বিগ্ন?
- সহজ জয়ে বিশ্বকাপের মূল পর্বে নেদারল্যান্ডস
- সেই পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
- ট্রাইব্যুনাল এলাকায় আজও কঠোর নিরাপত্তা