শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

শরিয়ত বয়াতিকে ছেড়ে দেওয়ার দাবি অ্যামনেস্টির

প্রতিদিন ডেস্ক

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার লোকসংগীতশিল্পী শরিয়ত বয়াতিকে নিঃশর্তভাবে ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গতকাল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বরাবর লেখা এক চিঠিতে সংস্থাটি এই দাবি জানিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ডিজিটাল নিরাপত্তা আইনে বাংলাদেশি লোকসংগীতশিল্পী শরিয়ত বয়াতিকে গ্রেফতার করা হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে তিনি এখন পাঁচ বছর কারাদন্ডের মুখোমুখি। শরিয়ত বয়াতিকে অবশ্যই দ্রুত এবং নিঃশর্ত ছেড়ে দিতে হবে। বিবৃতিতে বলা হয়, এ ধরনের গ্রেফতার হতাশা সৃষ্টি করে। সাংবাদিকদের থামানো এবং যে কেউ ভিন্নমত প্রকাশ করলে তাঁদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ইচ্ছামতো ব্যবহার ভয়ের কারণ।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর