সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সিলেট জাপায় বিদ্রোহ পাল্টাপাল্টি কমিটি

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

সিলেট জাপায় বিদ্রোহ পাল্টাপাল্টি কমিটি

আহ্বায়ক কমিটি ঘোষণার এক সপ্তাহের মধ্যে বিদ্রোহ দেখা দিয়েছে সিলেট জাতীয় পার্টিতে। কেন্দ্র ঘোষিত ১৩ সদস্যের কমিটি প্রত্যাখ্যান করে বিদ্রোহীরা ঘোষণা করেছে ৯১ সদস্যের পাল্টা কমিটি। একই সঙ্গে কেন্দ্র থেকে ঘোষিত কমিটির আহ্বায়ককে ব্যর্থ দাবি করে ওই কমিটি বাতিলের দাবি জানিয়েছেন তারা। কমিটি বাতিল না হলে কঠোর কর্মসূচি ঘোষণারও হুমকি দিয়েছে বিদ্রোহীরা। গত ১৭ ফেব্রুয়ারি সিলেট জেলা জাতীয় পার্টির ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব পদে বহাল থাকেন পূর্বের কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব। ওই কমিটিকে শিগগিরই সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেন পার্টি চেয়ারম্যান জি এম কাদের। কিন্তু প্রায় তিন বছর থেকে দায়িত্বে থেকে জেলার সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি করতে না পারায় পুরনোদের নেতৃত্বে নতুন আহ্বায়ক কমিটি মেনে নিতে পারছেন না দলের বড় একটি অংশ। ১৭ ফেব্রুয়ারি ঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে গতকাল সিলেটে সংবাদ সম্মেলন করেছেন বিদ্রোহীরা। সংবাদ সম্মেলনে কেন্দ্র ঘোষিত সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করে ৯১ সদস্যের পাল্টা কমিটি ঘোষণা করা হয়েছে। ইশরাকুল হোসেন শামীমকে আহ্বায়ক ও আহসান হাবীব মঈনকে সদস্য সচিব করে এ কমিটি ঘোষণা করা হয়। পাল্টা কমিটির আহ্বায়ক বলেন, এরশাদ সবসময় বলতেন সিলেট তার দ্বিতীয় বাড়ি। সিলেটে এক সময় জাতীয় পার্টির শক্ত ঘাঁটি ছিল। কিন্তু ভুল নেতৃত্বের কারণে দিন দিন সিলেটে সাংগঠনিক কাঠামো দুর্বল হয়ে পড়েছে। সর্বশেষ রাজনৈতিকভাবে দেউলিয়াদের নেতৃত্বে আহ্বায়ক কমিটি দিয়ে সিলেটে দলকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছে। তাই জাতীয় পার্টিকে রক্ষায় পাল্টা কমিটি ঘোষণা করা হয়েছে।

তবে কেন্দ্র থেকে ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব ওসমানী আলী জানিয়েছেন, অতীতে সাংগঠনিক অনেক দুর্বলতা থাকলেও বর্তমান আহ্বায়ক কমিটি যে কোনো অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যেই সম্মেলন করবে। সিলেটে জাতীয় পার্টির হারানো শক্তি ফিরিয়ে আনতে দলের সব স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করতে মাঠে নামা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর