সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

ক্রাইম প্যাট্রল দেখে চুরি গ্রেফতারে মিলল অস্ত্র গুলি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবী থেকে অস্ত্র, গুলি ও চোরাই মালামালসহ মো. সোহান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার শহীদবাগ কালাপানি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় সোহানের শয়নকক্ষ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, ৩০০ গ্রাম গাঁজা, ৩ লাখ ৮০ হাজার টাকা, তিনটি চাকু, একটি ক্ষুর, দুটি স্ক্রুড্রাইভারদু দুটি রেঞ্চ, ২২টি চাবি ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। পুলিশ বলছে, ভারতীয় টেলিভিশনের অপরাধ তদন্ত বিষয়ক সিরিজ ‘ক্রাইম প্যাট্রল’ দেখে চুরিতে হাত পাকান সোহান। তার বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়েছে।

গতকাল ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী জানান, গত ১৭ ফেব্রুয়ারি ক্যান্টনমেন্ট থানার মানিকদি এলাকার আমিনুল ইসলামের বাসায় চুরি হয়। ওই বাসার দরজার তালা ভেঙে ৫ লাখ ৬৫ হাজার টাকা, এক জোড়া সোনার বালা, দুটি সোনার ব্রেসলেট, তিনটি সোনার চেইন, দুটি গলার হার, তিন জোড়া কানের দুল, ৮টি সোনার আংটি চুরি হয়েছিল। এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা হয়। ওই মামলার তদন্তে সোহানের নাম বেরিয়ে এলে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সোহান বলেছে, সে বিভিন্ন টিভি চ্যানেলে নিয়মিত ক্রাইম প্যাট্রল দেখে চুরিতে লিপ্ত হয়। সেখান  থেকেই মূলত চুরির আধুনিক কলাকৌশল রপ্ত করে। সে দিনের বেলায় চুরি করত। দারোয়ানের গতিবিধি লক্ষ্য করে বাসায় ঢুকত। বাসায় দরজায় তালা মারা থাকলে বিশেষ যন্ত্রের মাধ্যমে তালা খুলত। সিসি ক্যামেরা নেই, এমন বাসায় চুরির জন্য টার্গেট করত সোহান। সোহান জানিয়েছে, এক লোকের কাছ থেকে ৫০ হাজার টাকায় বিদেশি পিস্তলটি কিনেছে। সোহান এই অস্ত্র কোথায় পেয়েছে তা জানার চেষ্টা চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর