বুধবার, ১৮ মার্চ, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রাম সিটি ও উপনির্বাচন পরিস্থিতি দেখে সিদ্ধান্ত : সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘এখন পর্যন্ত আমরা নির্বাচন বন্ধ করার সিদ্ধান্ত নিইনি। করোনাভাইরাস কতখানি প্রভাব ফেলবে, তা আমরা বিশ্লেষণ করতে চাইছি। তবু আমরা আরও একটা-দুইটা দিন দেখব। তখন সবগুলো নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেব।’ গতকাল নির্বাচন ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন তিনি। আগামী ২১ মার্চ ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ সংসদীয় আসনের উপনির্বাচন হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হবে ২৯ মার্চ। করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে জনসমাগম হয় এমন প্রায় সব অনুষ্ঠান স্থগিত করা হলেও ভোটের মাত্র কয়েক দিন বাকি থাকায় ঢাকার উপনির্বাচন করে ফেলতে চায় নির্বাচন কমিশন। তবে পরিস্থিতি খারাপ হলে ভিন্ন চিন্তাও সিইসি রাখছেন। এক প্রশ্নের জবাবে কে এম নূরুল হুদা বলেন, ‘২১ মার্চের নির্বাচন করার চিন্তা আছে এখনো। যদি পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন অবশ্যই আমরা বিবেচনা করব। কিন্তু এখন পর্যন্ত আমরা চাইছি, নির্বাচনটা হয়ে যাক।’ ভোটের প্রচারে সতর্কতার কথা তুলে ধরে সিইসি বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি তো শেষের দিকে। প্রার্থীরা বলেছেন, তারা সাবধানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। কিন্তু নির্বাচন যেন বন্ধ না হয়ে যায় এ বিষয়ে তাদের অনুরোধও আছে। আমরা বলেছি, তারা যেন জনসমাগমের বিষয়টা এড়িয়ে চলেন। জনসমাগম না করে যেন বিকল্পভাবে তারা ভোটারদের কাছে ভোট চান।’

২৯ মার্চের চট্টগ্রাম সিটি ভোটের বিষয়ে তিনি বলেন, ‘এখনো বিবেচনা করা হয়নি। এটা নিয়েও আমরা চিন্তা করব। পরিস্থিতি আরেকটু দেখি। আমরা আরও দু-এক দিন দেখে তখন সবগুলো নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেব।’ এর আগে ইসি সচিবালয়ের কর্মকর্তাদের নিয়ে নির্বাচন ভবনে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, ‘১০০ বছর আগে বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। আমাদের পরিচিতি থাকত না। সেই মহান ব্যক্তির জন্মশতবার্ষিকী উপলক্ষে সমবেত হতে পারায় গৌরবান্বিত বোধ করছি।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর