ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, বিশ্বব্যাপী মহামারী রূপ নেওয়া করোনাভাইরাস মোকাবিলায় অন্তত পরিবারের কথা চিন্তা করেই ঘরে থাকুন। আমরা সবাইকে অনুরোধ করব, নিজের জীবনের মায়া হয়তো আপনার নাও থাকতে পারে কিন্তু আপনার পরিবারের সদস্যদের জীবনের তো মায়া আছে। তাদের কথা চিন্তা করে ঘরে থাকুন। এখনো সময় আছে। গতকাল ডিএমপি সদর দফতরে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে দেওয়া ৩০ হাজার মাস্ক গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
নগরবাসীর চলাচলে শক্ত অবস্থান থেকে সরে যাওয়ার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, সরকারের নির্দেশের কারণেই শুরুর দিকে শক্ত অবস্থানে ছিল পুলিশ। তবে কিছু সদস্যের আচরণে সমালোচনা হলে সে অবস্থান থেকে সরে আসি। তবে কিছু কিছু জায়গায় পুলিশ যে একটু বাড়াবাড়ি করেনি সেটাও বলব না। কিন্তু করোনা মোকাবিলায় জনগণকে ঘরে রাখাই পুলিশের উদ্দেশ্য ছিল বলে মন্তব্য করেন তিনি। গুজব প্রতিরোধে ডিএমপির বিভিন্ন ইউনিটের সাইবার টিম কাজ করছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, সিটিটিসি (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম)-এর একটি সাইবার টিম আছে। তারা কাজ করছে। যখনই এ ধরনের বিষয় সামনে আসছে বিষয়টি খতিয়ে দেখে মামলা নেওয়া হচ্ছে। যেখানে মামলার মতো বিষয় নেই সেখানেও আপত্তিকর কিছু থাকলে দ্রæত সেগুলো অপসারণ করে দেওয়া হচ্ছে। কাঁচাবাজারগুলোতে লোক সমাগম এড়িয়ে চলতেও পুলিশ কাজ করছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, প্রতিটি বাজার কমিটির সঙ্গে আমাদের সিনিয়র অফিসাররা মিটিং করেছেন, কথা বলেছেন। সবাইকে সর্বোচ্চ সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আমরাও নাগরিকদের বলছি তারা যেন সতর্কতা মেনে কেনাকাটা করেন।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        