বৃহস্পতিবার, ২১ মে, ২০২০ ০০:০০ টা

ভার্চুয়াল কোর্টে আট দিনে ১৮৫৮৫ আসামির জামিন

নিজস্ব প্রতিবেদক

সারা দেশের নিম্ন আদালতে ভার্চুয়াল শুনানি নিয়ে ৮ কার্যদিবসে ১৮ হাজার ৫৮৫ জন আসামিকে জামিন দেওয়া হয়েছে। একই সময়ে ২৮ হাজার ৩৪৯টি জামিন আবেদনের শুনানি গ্রহণ করা হয়েছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে। গতকাল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাই কোর্ট বিভাগের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান। সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী, ১১ মে প্রথম কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালাতে এক আসামির জামিনের খবর আসে। পরে ১২ মে ১৪৪ জন, ১৩ মে এক হাজার ১৩ জন, ১৪ মে এক হাজার ৮২১ জন, ১৭ মে তিন হাজার ৪৪৭ জন, ১৮ মে তিন হাজার ৬৩৩ জন, ১৯ মে ৪ হাজার ৪২ জন এবং গতকাল ৪ হাজার ৪৮৪ জনকে জামিন দিয়েছে সারা দেশের ভার্চুয়াল আদালতগুলো। এর আগে গত ১০ মে নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। এ বিষয়ে ওইদিন একটি বিজ্ঞপ্তি জারি করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর। বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে প্রত্যেক জেলার জেলা ও দায়রা জজ, মহানগর এলাকার মহানগর দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, বিশেষ জজ আদালতে শুধু জামিন-সংক্রান্ত বিষয়গুলো ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে নিষ্পত্তি করার উদ্দেশ্যে আদালতের কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হলো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর