মঙ্গলবার, ২ জুন, ২০২০ ০০:০০ টা

সঞ্চয় স্কিমের কিস্তিতে বিলম্বমাশুল দিতে হবে না

নিজস্ব প্রতিবেদক

কারোনা পরিস্থিতির কারণে ডিপিএস ও বিভিন্ন সঞ্চয় স্কিমের কিস্তি যারা জমা দিতে পারেনি তারা বিলম্ব মাশুল ছাড়াই জমা দিতে পারবে। এপ্রিল ও মে মাসের কিস্তি জমার ক্ষেত্রে ব্যাংক কোনো ধরনের চার্জ আরোপ করতে পারবে না। গতকাল বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

সার্কুলারে বলা হয়েছে, করোনা পরিস্থিতির কারণে গত এপ্রিল ও মে মাসে যারা বিভিন্ন ডিপিএস ও সঞ্চয় স্কিমের টাকা জমা দিতে পারেনি তারা এখন জমা দিতে পারবেন। তবে আগামী ২০ জুনের মধ্যে এই টাকা জমা দিতে হবে। ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকের ওপর কোনো ধরনের চার্জ আরোপ করা যাবে না। ইতিমধ্যে যদি কোনো ব্যাংক জরিমানা বা বিলম্ব মাশুল আদায় করে থাকে তা ফেরত দিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর