শনিবার, ৬ জুন, ২০২০ ০০:০০ টা

অজ্ঞাত রোগীর সেবক সেই নেসার এখন করোনাযোদ্ধা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ বিভিন্ন এলাকার অন্তত ৮০০ অজ্ঞাত রোগীর সেবা করেন অজ্ঞাত রোগীর সেবক খ্যাত প্রকৌশলী সাইফুল ইসলাম নেসার। করোনাভাইরাসের প্রকোপ দেখা দেওয়ার পর তিনি এখন করোনা রোগীর সেবায় অন্যতম যোদ্ধা। চট্টগ্রামে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের সেবায় কাজ করছেন প্রতিনিয়ত। স্বাস্থ্যসেবা কেন্দ্রসমূহে তিনি অবিরত অক্সিজেন, অক্সিমিটার, সুরক্ষাসামগ্রী, মাস্কসহ নানা সামগ্রী দিয়ে আসছেন। গতকালও চমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের ৫০ জন রোগীর জন্য দেওয়া হয় রাতের খাবার। প্রকৌশলী সাইফুল ইসলাম নেসার ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে চমেক হাসপাতালে অক্সিজেন না পেয়ে নিজের বাবার অন্তিম যাত্রার পর থেকে অজ্ঞাত রোগীর সেবা করে আসছেন।

জানা যায়, করোনার প্রকোপ দেখা যাওয়ার পর থেকে নেসার নীরব যোদ্ধা হিসেবে সবার পাশে দাঁড়াচ্ছেন। চমেক হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, ফিল্ড হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল ও হলি ক্রিসেন্ট হাসপাতালে করোনার চিকিৎসায় নানা সমস্যা-সংকট নিরসনে কাজ করছেন। নিজে চাকরি করা প্রতিষ্ঠানের ১৫ হাজার টাকা করে বেতনে জেনারেল হাসপাতালে দুজন নমুনা সংগ্রহকারীকে নিয়োগ দিয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর