মঙ্গলবার, ২৩ জুন, ২০২০ ০০:০০ টা

সিরাজুল ইসলাম চৌধুরীর ৮৫তম জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক

সিরাজুল ইসলাম চৌধুরীর ৮৫তম জন্মদিন আজ

ইমেরিটাস অধ্যাপক, বরেণ্য লেখক, বুদ্ধিজীবী ড. সিরাজুল ইসলাম চৌধুরীর ৮৫তম জন্মদিন আজ। প্রতিবছর জন্মদিনে গুণী এ ব্যক্তির সহকর্মী ও শুভাকাক্সক্ষীরা এক মিলনমেলা বা সম্মিলনের আয়োজন করলেও এবার তেমন কোনো আয়োজন থাকছে না। সিরাজুল ইসলাম চৌধুরী ১৯৩৬ সালের ২৩ জুন বিক্রমপুরের শাইনপুকুর এলাকায় জন্মগ্রহণ করেন।

 ১৯৫৭ থেকে ২০০১ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে শিক্ষকতা করেন। অবসর গ্রহণের পর বর্তমানে তিনি সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক ত্রৈমাসিক পত্রিকা ‘নতুন দিগন্ত’ সম্পাদনা করছেন। তার রচিত বইয়ের সংখ্যা প্রায় ১১০টি। এর মধ্যে প্রবন্ধ ছাড়াও রয়েছে অনুবাদ ও কথাসাহিত্যের বই। তিনি সাম্যবাদী রাজনৈতিক দর্শনে অবিচল। সমাজ বিপ্লবের প্রয়োজনীয়তার কথা তার প্রবন্ধ ও প্রবন্ধগুলোর সমষ্টিগত উপস্থাপনার মধ্য দিয়ে উঠে এসেছে। সত্তরের দশক থেকে বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিকে নিয়মিত কলাম লেখেন তিনি। তার লেখা কলামও ব্যাপক পাঠকপ্রিয়তা পায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর