ঈদুল আজহা সামনে রেখে ৬ হাজার দরিদ্র পরিবারকে ঈদ উপহার পাঠিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। মানিকগঞ্জের বন্যাকবলিত মানুষ ও বসুন্ধরা আবাসিক এলাকার আশপাশের সাতটি ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে এসব উপহারসামগ্রী বিতরণ করা হচ্ছে। গতকাল উপহারসামগ্রীর প্যাকেট সংশ্লিষ্ট এলাকাগুলোয় পাঠানো শুরু হয়। প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, ডাল, আটা, তেল ও সেমাই। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরার (আইসিসিবি) প্রধান পরিচালন কর্মকর্তা এ এম এম জসিম উদ্দিন বসুন্ধরা চেয়ারম্যানের দেওয়া উপহারসামগ্রী সংশ্লিষ্টদের কাছে বুঝিয়ে দেন। জসিম উদ্দিন জানান, ঈদ সামনে রেখে প্রতিবারের মতো এবারও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয় দরিদ্রদের মাঝে উপহারসামগ্রী পাঠাচ্ছেন। জনপ্রতিনিধিদের দেওয়া তালিকা অনুযায়ী আপাতত ৬ হাজার পরিবারকে এগুলো দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গতকাল মানিকগঞ্জে ১ হাজার ৩০০ প্যাকেট ঈদ উপহার পাঠানো হয়েছে। সেখানকার বন্যাকবলিত মানুষের মাঝে এগুলো বিতরণ করা হবে। এ ছাড়া বসুন্ধরা আবাসিক এলাকার আশপাশের সাতটি ওয়ার্ডের মানুষ, যারা আমাদের প্রতিবেশী, তাদের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হবে। প্রতি ওয়ার্ডে ন্যূনতম ৫০০ প্যাকেট উপহার পাঠানো হচ্ছে। ওয়ার্ডের দরিদ্র মানুষের সংখ্যা বিবেচনায় প্যাকেটের সংখ্যায় কিছুটা হেরফের হবে। গতকাল ১৭, ১৮ ও ৪৩ নম্বর ওয়ার্ডে উপহারসামগ্রী পাঠানো হয়। আজ রবিবার বাকি চার ওয়ার্ডে পাঠানো হবে। প্রসঙ্গত, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম থেকেই দেশ ও মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের নির্দেশে রাজধানী ঢাকাসহ সারা দেশের কয়েক লাখ অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিয়ে আসছে শিল্পগ্রুপটি। গত রমজানের ঈদেও বসুন্ধরা আবাসিক এলাকার আশপাশের ওয়ার্ড, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় দরিদ্র মানুষকে ঈদ উপহার পাঠান বসুন্ধরা চেয়ারম্যান। রমজান মাসে গ্রুপটির পক্ষ থেকে প্রতিদিন ইফতার করানো হয় পুলিশসহ কয়েক হাজার নিম্ন আয়ের মানুষকে। এ ছাড়া করোনা মোকাবিলায় হাসপাতাল নির্মাণে সহযোগিতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছে বসুন্ধরা গ্রুপ।
শিরোনাম
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
৬ হাজার দরিদ্র পরিবারে বসুন্ধরা চেয়ারম্যানের ঈদ উপহার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর