ঈদুল আজহা সামনে রেখে ৬ হাজার দরিদ্র পরিবারকে ঈদ উপহার পাঠিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। মানিকগঞ্জের বন্যাকবলিত মানুষ ও বসুন্ধরা আবাসিক এলাকার আশপাশের সাতটি ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে এসব উপহারসামগ্রী বিতরণ করা হচ্ছে। গতকাল উপহারসামগ্রীর প্যাকেট সংশ্লিষ্ট এলাকাগুলোয় পাঠানো শুরু হয়। প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, ডাল, আটা, তেল ও সেমাই। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরার (আইসিসিবি) প্রধান পরিচালন কর্মকর্তা এ এম এম জসিম উদ্দিন বসুন্ধরা চেয়ারম্যানের দেওয়া উপহারসামগ্রী সংশ্লিষ্টদের কাছে বুঝিয়ে দেন। জসিম উদ্দিন জানান, ঈদ সামনে রেখে প্রতিবারের মতো এবারও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয় দরিদ্রদের মাঝে উপহারসামগ্রী পাঠাচ্ছেন। জনপ্রতিনিধিদের দেওয়া তালিকা অনুযায়ী আপাতত ৬ হাজার পরিবারকে এগুলো দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গতকাল মানিকগঞ্জে ১ হাজার ৩০০ প্যাকেট ঈদ উপহার পাঠানো হয়েছে। সেখানকার বন্যাকবলিত মানুষের মাঝে এগুলো বিতরণ করা হবে। এ ছাড়া বসুন্ধরা আবাসিক এলাকার আশপাশের সাতটি ওয়ার্ডের মানুষ, যারা আমাদের প্রতিবেশী, তাদের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হবে। প্রতি ওয়ার্ডে ন্যূনতম ৫০০ প্যাকেট উপহার পাঠানো হচ্ছে। ওয়ার্ডের দরিদ্র মানুষের সংখ্যা বিবেচনায় প্যাকেটের সংখ্যায় কিছুটা হেরফের হবে। গতকাল ১৭, ১৮ ও ৪৩ নম্বর ওয়ার্ডে উপহারসামগ্রী পাঠানো হয়। আজ রবিবার বাকি চার ওয়ার্ডে পাঠানো হবে। প্রসঙ্গত, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম থেকেই দেশ ও মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের নির্দেশে রাজধানী ঢাকাসহ সারা দেশের কয়েক লাখ অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিয়ে আসছে শিল্পগ্রুপটি। গত রমজানের ঈদেও বসুন্ধরা আবাসিক এলাকার আশপাশের ওয়ার্ড, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় দরিদ্র মানুষকে ঈদ উপহার পাঠান বসুন্ধরা চেয়ারম্যান। রমজান মাসে গ্রুপটির পক্ষ থেকে প্রতিদিন ইফতার করানো হয় পুলিশসহ কয়েক হাজার নিম্ন আয়ের মানুষকে। এ ছাড়া করোনা মোকাবিলায় হাসপাতাল নির্মাণে সহযোগিতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছে বসুন্ধরা গ্রুপ।
শিরোনাম
- সীমান্ত হত্যায় জড়িতদের বিরুদ্ধে ভারতীয় আইনে বিচার চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা
- ‘পরস্পরের প্রতি সম্মান রেখে নতুন বাংলাদেশে রাজনীতি করা উচিত’
- সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্লকেড কর্মসূচি ঘোষণা
- আওয়ামী দোসররা অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য মাথাচাড়া দিয়ে উঠেছে : ফখরুল
- বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না : মঈন খান
- সারা দেশে বিশেষ অভিযানে আরও ১৬৬৫ জন গ্রেফতার
- সিংড়ায় খাঁচাবন্দি ৮ টিয়া উদ্ধার করে অবমুক্ত
- নির্বাচন পিছিয়ে দিতে ষড়যন্ত্র চলছে : ফারুক
- ওয়েবসাইটে দাঁড়িপাল্লা প্রতীক যোগ করলো ইসি
- পঞ্চগড়ে ‘জুলাই শহিদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- শাবিপ্রবিতে ‘জুলাই শহিদ দিবস’ পালিত
- যশোরে সাংবাদিক শামছুর রহমানের ২৫তম শাহাদতবার্ষিকী পালিত
- লক্ষ্মীপুরে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত
- চুয়াডাঙ্গায় পৃথক দুই মামলায় তিনজনের মৃত্যুদণ্ড
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২০৫৩ মামলা
- চোরাই তার নিয়ে ব্যবসায়িক দ্বন্দ্বে সোহাগকে হত্যা করা হয় : ডিএমপি
- হাজিদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের সতর্কবার্তা
- সোহাগ হত্যা মামলার আরেক আসামি পটুয়াখালী থেকে গ্রেফতার
- শহীদ ওয়াসিমের বাড়িতে ছাত্রদল, কবর জিয়ারত করলেন নেতাকর্মীরা
৬ হাজার দরিদ্র পরিবারে বসুন্ধরা চেয়ারম্যানের ঈদ উপহার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর