ঈদুল আজহা সামনে রেখে ৬ হাজার দরিদ্র পরিবারকে ঈদ উপহার পাঠিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। মানিকগঞ্জের বন্যাকবলিত মানুষ ও বসুন্ধরা আবাসিক এলাকার আশপাশের সাতটি ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে এসব উপহারসামগ্রী বিতরণ করা হচ্ছে। গতকাল উপহারসামগ্রীর প্যাকেট সংশ্লিষ্ট এলাকাগুলোয় পাঠানো শুরু হয়। প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, ডাল, আটা, তেল ও সেমাই। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরার (আইসিসিবি) প্রধান পরিচালন কর্মকর্তা এ এম এম জসিম উদ্দিন বসুন্ধরা চেয়ারম্যানের দেওয়া উপহারসামগ্রী সংশ্লিষ্টদের কাছে বুঝিয়ে দেন। জসিম উদ্দিন জানান, ঈদ সামনে রেখে প্রতিবারের মতো এবারও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয় দরিদ্রদের মাঝে উপহারসামগ্রী পাঠাচ্ছেন। জনপ্রতিনিধিদের দেওয়া তালিকা অনুযায়ী আপাতত ৬ হাজার পরিবারকে এগুলো দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গতকাল মানিকগঞ্জে ১ হাজার ৩০০ প্যাকেট ঈদ উপহার পাঠানো হয়েছে। সেখানকার বন্যাকবলিত মানুষের মাঝে এগুলো বিতরণ করা হবে। এ ছাড়া বসুন্ধরা আবাসিক এলাকার আশপাশের সাতটি ওয়ার্ডের মানুষ, যারা আমাদের প্রতিবেশী, তাদের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হবে। প্রতি ওয়ার্ডে ন্যূনতম ৫০০ প্যাকেট উপহার পাঠানো হচ্ছে। ওয়ার্ডের দরিদ্র মানুষের সংখ্যা বিবেচনায় প্যাকেটের সংখ্যায় কিছুটা হেরফের হবে। গতকাল ১৭, ১৮ ও ৪৩ নম্বর ওয়ার্ডে উপহারসামগ্রী পাঠানো হয়। আজ রবিবার বাকি চার ওয়ার্ডে পাঠানো হবে। প্রসঙ্গত, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম থেকেই দেশ ও মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের নির্দেশে রাজধানী ঢাকাসহ সারা দেশের কয়েক লাখ অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিয়ে আসছে শিল্পগ্রুপটি। গত রমজানের ঈদেও বসুন্ধরা আবাসিক এলাকার আশপাশের ওয়ার্ড, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় দরিদ্র মানুষকে ঈদ উপহার পাঠান বসুন্ধরা চেয়ারম্যান। রমজান মাসে গ্রুপটির পক্ষ থেকে প্রতিদিন ইফতার করানো হয় পুলিশসহ কয়েক হাজার নিম্ন আয়ের মানুষকে। এ ছাড়া করোনা মোকাবিলায় হাসপাতাল নির্মাণে সহযোগিতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছে বসুন্ধরা গ্রুপ।
শিরোনাম
- ভারতে তৈরি হবে যুদ্ধবিমানের ইঞ্জিন, সহযোগিতা করবে ফ্রান্স
- সাবেক মার্কিন নিরাপত্তা উপদেষ্টার বাড়িতে এফবিআইয়ের হানা
- ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেন গুরিয়নের ফ্লাইট স্থগিত
- কেন পাল্লা দিয়ে দুবাইয়ে পাড়ি জমাচ্ছেন বিশ্বের ধনী ব্যক্তিরা?
- রাশিয়াকে কঠোর আল্টিমেটাম ট্রাম্পের
- পুতিন-জেলেনস্কির মধ্যে বৈঠকের পরিকল্পনা হয়নি: রাশিয়া
- ইরানে হামলার ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্নমত, চাকরি হারালেন পেন্টাগনের গোয়েন্দা প্রধান
- প্রথমবারের মতো দেশের বাইরের ক্লাবে শিউলি
- ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে কুয়ালালামপুরে জড়ো হবে লক্ষাধিক মানুষ
- ২৪ ঘণ্টা সিসিটিভির আওতায় থাকবে সাদাপাথর পর্যটনকেন্দ্র
- ১৮ সালের নির্বাচনের কলঙ্ক মোচনের প্রস্তুতি নিচ্ছে পুলিশ : ডিএমপি কমিশনার
- লঞ্চ থেকে মুমূর্ষু নবজাতককে উদ্ধার করলো কোস্ট গার্ড
- ইসরায়েলকে গাজায় ‘মৌলিক চাহিদা’ নিশ্চিত করতে হবে : রেডক্রস
- ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
- এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৮৮০
- এশিয়া কাপের দল ঘোষণা, ফিরলেন সোহান
- ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল
- হাসারাঙ্গাকে ছাড়াই জিম্বাবুয়ে সফর করবে শ্রীলঙ্কা
- জুলাই সনদ নিয়ে মতামত দিয়েছে ২৩ দল
৬ হাজার দরিদ্র পরিবারে বসুন্ধরা চেয়ারম্যানের ঈদ উপহার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর