ঈদুল আজহা সামনে রেখে ৬ হাজার দরিদ্র পরিবারকে ঈদ উপহার পাঠিয়েছেন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। মানিকগঞ্জের বন্যাকবলিত মানুষ ও বসুন্ধরা আবাসিক এলাকার আশপাশের সাতটি ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে এসব উপহারসামগ্রী বিতরণ করা হচ্ছে। গতকাল উপহারসামগ্রীর প্যাকেট সংশ্লিষ্ট এলাকাগুলোয় পাঠানো শুরু হয়। প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, ডাল, আটা, তেল ও সেমাই। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরার (আইসিসিবি) প্রধান পরিচালন কর্মকর্তা এ এম এম জসিম উদ্দিন বসুন্ধরা চেয়ারম্যানের দেওয়া উপহারসামগ্রী সংশ্লিষ্টদের কাছে বুঝিয়ে দেন। জসিম উদ্দিন জানান, ঈদ সামনে রেখে প্রতিবারের মতো এবারও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয় দরিদ্রদের মাঝে উপহারসামগ্রী পাঠাচ্ছেন। জনপ্রতিনিধিদের দেওয়া তালিকা অনুযায়ী আপাতত ৬ হাজার পরিবারকে এগুলো দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গতকাল মানিকগঞ্জে ১ হাজার ৩০০ প্যাকেট ঈদ উপহার পাঠানো হয়েছে। সেখানকার বন্যাকবলিত মানুষের মাঝে এগুলো বিতরণ করা হবে। এ ছাড়া বসুন্ধরা আবাসিক এলাকার আশপাশের সাতটি ওয়ার্ডের মানুষ, যারা আমাদের প্রতিবেশী, তাদের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হবে। প্রতি ওয়ার্ডে ন্যূনতম ৫০০ প্যাকেট উপহার পাঠানো হচ্ছে। ওয়ার্ডের দরিদ্র মানুষের সংখ্যা বিবেচনায় প্যাকেটের সংখ্যায় কিছুটা হেরফের হবে। গতকাল ১৭, ১৮ ও ৪৩ নম্বর ওয়ার্ডে উপহারসামগ্রী পাঠানো হয়। আজ রবিবার বাকি চার ওয়ার্ডে পাঠানো হবে। প্রসঙ্গত, করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে প্রথম থেকেই দেশ ও মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের নির্দেশে রাজধানী ঢাকাসহ সারা দেশের কয়েক লাখ অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিয়ে আসছে শিল্পগ্রুপটি। গত রমজানের ঈদেও বসুন্ধরা আবাসিক এলাকার আশপাশের ওয়ার্ড, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় দরিদ্র মানুষকে ঈদ উপহার পাঠান বসুন্ধরা চেয়ারম্যান। রমজান মাসে গ্রুপটির পক্ষ থেকে প্রতিদিন ইফতার করানো হয় পুলিশসহ কয়েক হাজার নিম্ন আয়ের মানুষকে। এ ছাড়া করোনা মোকাবিলায় হাসপাতাল নির্মাণে সহযোগিতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছে বসুন্ধরা গ্রুপ।
শিরোনাম
- আর্সেনাল ম্যাচের আগে পিএসজিকে স্বস্তি দিলেন দেম্বেলে
- তারকাদের নিয়ে সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি শুরু
- শ্রমিকের ৮০০ কোটি টাকা স্বপনের পেটে
- খাদ্য নিরাপত্তায় বিনিয়োগে জোর বাণিজ্য উপদেষ্টার
- স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে অভিবাসীদের ভাতা দেবে ট্রাম্প প্রশাসন
- হজযাত্রীদের প্রতি ধর্ম মন্ত্রণালয়ের বার্তা
- ঢাকার ৩৩টি খাল দখল-দূষণ মুক্ত রাখতে সেচ্ছাসেবক নিয়োগ
- সামরিক মহড়ার আগেই ডুবে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাহাজ
- ‘ভাইয়ার দিকে খেয়াল রেখো’, বিমানে ওঠার আগে বললেন খালেদা জিয়া
- চসিক মেয়রে সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
- শ্রীলঙ্কার কাছে হেরে সিরিজ জয়ের অপেক্ষা বাড়ল যুবাদের
- প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি লাগবে
- বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের
- গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- চাঁদপুরে জব্দ করা ৭ নৌকার নিলাম সম্পন্ন
- হাসনাতের গাড়িতে হামলা : গাজীপুরে ১০০ জনের নামে মামলা
- ট্রাম্পের নীতির কঠোর সমালোচনায় ফ্রান্স ও ইইউ
- সিরাজগঞ্জে জুলাই-আগষ্টে নিহত শহীদ পরিবারে চেক বিতরণ
- ‘শিখতে আসিনি, জিততে এসেছি’, নিউজিল্যান্ডকে হারিয়ে সোহান
- স্বর্ণের দাম বেড়েছে
৬ হাজার দরিদ্র পরিবারে বসুন্ধরা চেয়ারম্যানের ঈদ উপহার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর