শুক্রবার, ২১ আগস্ট, ২০২০ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর নেতৃত্বের কারণে করোনাকালে কেউ না খেয়ে মারা যায়নি : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রধানমন্ত্রীর নেতৃত্বের কারণে করোনাকালে কেউ না খেয়ে মারা যায়নি : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘করোনার শুরুতে অনেকে বলেছিলেন মানুষ না খেয়ে মরবে। রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকবে। কিন্তু তাদের সেই আশঙ্কা মিথ্যা প্রমাণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশে না খেয়ে কেউ মারা যায়নি।’ গতকাল সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিএফইউজে সভাপতি মোল্লা জালাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করে দিয়েছেন। বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদ বলেন, শেখ হাসিনা গণমাধ্যম কর্মীদের পাশে দাঁড়িয়ে প্রমাণ করেছেন তিনি গণমাধ্যম কর্মীদের পরম বন্ধু।

সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে ও তথ্য অফিসের বিভাগীয় উপ পরিচালক জুলিয়া যেসমিন মিলির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। আলোচনা পর্ব শেষে সিলেট বিভাগের শতাধিক সাংবাদিকের মধ্যে প্রণোদনার চেক বিতরণ করেন মন্ত্রী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর