আবুয়া নদীতে সেতু নির্মাণের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হতে যাচ্ছে সদর আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহর প্রচেষ্টায়। গত বৃহস্পতিবার ২২ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে আবুয়া নদীতে সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পীর মিসবাহ। সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হলে তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার একাংশের জেলা সদরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হওয়ার পাশাপাশি দূরত্বও কমে আসবে। প্রায় ১৩৬ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট পিসি গার্ডার এই সেতুটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ বিভাগ। জানা যায়, প্রায় এক যুগেরও বেশি সময় আগে তাহিরপুর-নিয়ামতপুর-সুনামগঞ্জ সড়ক পাকা করা হলেও আবুয়া নদীতে সেতু না থাকায় সরাসরি সড়ক যোগাযোগ থেকে বঞ্চিত ছিলেন তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের কয়েক লাখ মানুষ। সেতু না থাকায় নৌপথে অধিক সময় ব্যয় করে যোগাযোগ রক্ষা করতে হতো তাদের। যে কারণে জীবন-মানের নানা সূচকে পিছিয়ে ছিলেন এই অঞ্চলের মানুষ। এসব প্রতিবন্ধকতা দূর করতে আবুয়া নদীতে একটি সেতু নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় জনতা। সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলের হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, আবুয়া নদীতে সেতু নির্মাণের কাজ সমাপ্ত হলে এই অঞ্চলে সড়ক যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি সাধিত হবে। সহজ, কম সময়ে ও কম খরচে মানুষ জেলা সদরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দ্রুততম সময়ের মধ্যে যাতে নির্মাণ কাজ শেষ হয় সেদিকে আমরা লক্ষ্য রাখব। আবুয়া নদীতে সেতু নির্মাণে অর্থ বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রতি কৃতজ্ঞতা জানান পীর মিসবাহ।
শিরোনাম
- খাগড়াছড়ি জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ শেফালিকা ত্রিপুরার
- ট্রাম্প টাওয়ারে অফিস খুলছে ফিফা
- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইমার্জেন্সি রেসপন্স টিম ও নিয়ন্ত্রণ কক্ষ চালু
- দেশজুড়ে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭৮৭
- সজল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর
- দেশজুড়ে অভিযানে গ্রেপ্তার ১৭৮৭
- বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১১৬৭ মামলা
- ভারী বৃষ্টি ও ভূমিধস নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা
- গোপালগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু
- যুবদল কর্মী আরিফ হত্যা : ৭ দিনের রিমান্ডে সুব্রত বাইন
- বগুড়ায় শ্বশুর ও পুত্রবধূর লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য
- ঝরে পড়া শিক্ষার্থী ও বাল্যবিয়ে রোধে জলঢাকায় শুভসংঘের সচেতনতামূলক সভা
- গণহত্যার দায়ে শুধু হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত: ফখরুল
- শেখ হাসিনার উপযুক্ত বিচার অবশ্যই হবে বাংলাদেশে : আইন উপদেষ্টা
- ‘পুরো ৫০ ওভার ব্যাট করতে না পারাই চিন্তার বিষয়’
- ৩১ দফা মানে গণতন্ত্র, আগামীর বাংলাদেশ: আফরোজা আব্বাস
- সন্তানকে হত্যার হুমকি দিয়ে ভাবিকে ‘ধর্ষণ’, দেবর কারাগারে
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০৯, নিখোঁজ ১৬১
- মুরাদনগরে ট্রিপল মার্ডার: ৮ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর
আরও সহজ হবে উত্তর সুরমার সড়ক যোগাযোগ
আবুয়া নদীতে সেতুর ভিত্তিপ্রস্তর
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর