আবুয়া নদীতে সেতু নির্মাণের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হতে যাচ্ছে সদর আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহর প্রচেষ্টায়। গত বৃহস্পতিবার ২২ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে আবুয়া নদীতে সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পীর মিসবাহ। সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হলে তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার একাংশের জেলা সদরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হওয়ার পাশাপাশি দূরত্বও কমে আসবে। প্রায় ১৩৬ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট পিসি গার্ডার এই সেতুটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ বিভাগ। জানা যায়, প্রায় এক যুগেরও বেশি সময় আগে তাহিরপুর-নিয়ামতপুর-সুনামগঞ্জ সড়ক পাকা করা হলেও আবুয়া নদীতে সেতু না থাকায় সরাসরি সড়ক যোগাযোগ থেকে বঞ্চিত ছিলেন তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের কয়েক লাখ মানুষ। সেতু না থাকায় নৌপথে অধিক সময় ব্যয় করে যোগাযোগ রক্ষা করতে হতো তাদের। যে কারণে জীবন-মানের নানা সূচকে পিছিয়ে ছিলেন এই অঞ্চলের মানুষ। এসব প্রতিবন্ধকতা দূর করতে আবুয়া নদীতে একটি সেতু নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় জনতা। সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলের হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, আবুয়া নদীতে সেতু নির্মাণের কাজ সমাপ্ত হলে এই অঞ্চলে সড়ক যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি সাধিত হবে। সহজ, কম সময়ে ও কম খরচে মানুষ জেলা সদরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। দ্রুততম সময়ের মধ্যে যাতে নির্মাণ কাজ শেষ হয় সেদিকে আমরা লক্ষ্য রাখব। আবুয়া নদীতে সেতু নির্মাণে অর্থ বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রতি কৃতজ্ঞতা জানান পীর মিসবাহ।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
আরও সহজ হবে উত্তর সুরমার সড়ক যোগাযোগ
আবুয়া নদীতে সেতুর ভিত্তিপ্রস্তর
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর