মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

শিক্ষক নিয়োগের নামে প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগ, সনদ যাচাই ও সংশোধনের নামে প্রতারক চক্র শিক্ষক ও নিবন্ধিত প্রার্থী এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে প্রতারণা করছেন বলে অভিযোগ উঠেছে। এ প্রতারক চক্র থেকে প্রার্থী ও শিক্ষকদের সাবধান করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। শূন্যপদে শিক্ষক নিয়োগ, সনদ যাচাই ও সংশোধনের নামে কেউ টাকা নিলে পুলিশকে জানাতে বলা হয়েছে। সম্প্রতি এসব বিষয়ে সবাইকে সতর্ক করে বিজ্ঞপ্তি জারি করেছে এনটিআরসিএ। বিজ্ঞপ্তিতে বলা হয়, কতিপয় অসাধু ব্যক্তি বা চক্র  বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে নিয়োগ প্রদান, সনদ যাচাই, সনদ সংশোধন এবং দ্বিনকল সনদ উত্তোলনে সহযোগিতার মিথ্যা প্রলোভন ও আশ্বাস দিয়ে প্রতিষ্ঠান প্রধান বা সেবা প্রত্যাশীদের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

এনটিআরসিএ স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা বজায়  রেখে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে কোনো ধরনের অর্থের সংশ্লেষ ছাড়া নিয়োগ প্রক্রিয়াসহ সনদ যাচাই, সনদ সংশোধন এবং দ্বিনকল সনদ বিতরণ কার্যক্রম সম্পন্ন করে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর