শিরোনাম
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

তিন বছর স্বীকৃতি না পাওয়া কলেজের পাঠদানের মেয়াদ বাড়বে না

নিজস্ব প্রতিবেদক

যেসব শিক্ষাপ্রতিষ্ঠান প্রাথমিক পাঠদানের অনুমতি নিয়ে তিন বছরের বেশি সময় পার হলেও স্বীকৃতি পায়নি- তাদের পাঠদানের মেয়াদ আর বাড়ানো সম্ভব নয় বলে জানিয়েছে ঢাকা বোর্ড। এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অস্থায়ী স্বীকৃতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গতকাল ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত চিঠিতে এসব তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাথমিক পাঠদানের অনুমতি তিন বছরের বেশি সময় পার হয়েছে কিন্তু বিধি মোতাবেক স্বীকৃতি গ্রহণে ব্যর্থ হয়েছে বা স্বীকৃতির আবেদন করেনি, সেসব শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদানের মেয়াদ বাড়ানো সম্ভব নয়। তাদের অস্থায়ী স্বীকৃতি নেওয়ার পরামর্শ দেওয়া হল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর