মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

দেশে চরম দুঃসময় চলছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

দেশে চরম দুঃসময় চলছে : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে দেশে চরম দুঃসময় চলছে। এ অবস্থার উত্তরণে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ব্রিগেডিয়ার আসম হান্নান শাহ’র মতো লোকের অভাব অনুভব করছি আমরা। কারণ তিনি ছিলেন একজন নির্ভীক সাহসী সৈনিক। তিনি দল ও দেশের সংকটময় মুহূর্তে সত্যিকার নেতার ভূমিকা পালন করে গেছেন। তার চলে যাওয়ায় দেশ ও দলের জন্য বিরাট শূন্যতা তৈরি করেছে। আসম হান্নান শাহ’র চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার রাতে কাপাসিয়ার ঘাগটিয়ায় তার বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত মিলাদ মাহফিল ও ভার্চুয়াল আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও  সাংবাদিক রাশেদুল হকের পরিচালনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, হান্নান শাহ’র ছেলে শাহ রিয়াজুল হান্নান রিয়াজ, কাপাসিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর