বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

স্বাভাবিক গতি বসুন্ধরা গ্রুপের ব্যবসায়

সিমেন্ট পরিবেশকদের সঙ্গে বসুন্ধরা গ্রুপ এমডির মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

স্বাভাবিক গতি বসুন্ধরা গ্রুপের ব্যবসায়

সিমেন্ট সেক্টরের পরিবেশকদের সঙ্গে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান -বাংলাদেশ প্রতিদিন

দেশের শীর্ষ শিল্পোদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর দেশের বিভিন্ন অঞ্চলের সিমেন্ট সেক্টরের ১৫০ জনের বেশি পরিবেশকের সঙ্গে মতবিনিময় করেছেন। এই মতবিনিময় সভায় বর্তমান দুর্যোগময় পরিস্থিতিতে সিমেন্ট বিক্রয় কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়। গত ২৬ সেপ্টেম্বর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তার নিজ বাসভবনে এই মতবিনিময় সভা করেন। এতে পরিবেশকদের প্রত্যেকে নিজ নিজ এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সবাইকে ধৈর্য ধারণ করে ব্যবসায় টিকে থাকার জন্য পরামর্শ দেন। এ ছাড়াও তিনি সিমেন্টের গুণগত মান সম্পর্কে প্রকৌশলী, ডিলার, রিটেইলার, রাজমিস্ত্রি ও ভোক্তাদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন এবং বাজারে সিমেন্টের সুষ্ঠু সরবরাহ বজায় রাখার তাগিদ দেন। তিনি আরও বলেন, বাজারে সেরা মানের নিশ্চয়তা ও এর ধারাবাহিকতা বজায় রাখার ব্যাপারে বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টর অঙ্গীকারবদ্ধ। ওই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ কে এম মাহবুব-উজ-জামান, সিমেন্ট সেক্টরের চিফ মার্কেটিং অফিসার খন্দকার কিংশুক হোসেন, কিং ব্র্যান্ড সিমেন্টের বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক আবদুল লতিফ, হিসাবরক্ষণ বিভাগের প্রধান মোহাম্মদ পিজিরুল আলম খান ও সিমেন্ট সেক্টরের সারা বাংলাদেশের আরও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর