শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
ঢাকা-১৮ আসনের উপনির্বাচন

নির্বাচনী লড়াইয়ে থাকছেন ছয় প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে চূড়ান্ত লড়াইয়ে থাকছেন ছয় প্রার্থী। এ উপনির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের সময় গতকাল শেষ হয়েছে। তবে বিকাল ৫টা পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এর আগে ছয়জন প্রার্থী ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেন। আজ চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার। আগামী ১২ নভেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ আসনে ভোট গ্রহণ হবে।  ঢাকা-১৮ আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নির্বাচনী মাঠে থাকছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান, বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন, জাতীয় পার্টির নাসির উদ্দিন সরকার, গণফ্রন্টের কাজী মো. শহীদুল্লাহ, বাংলাদেশ কংগ্রেসের ওমর ফারুক ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)-এর মহিববুল্লা বাহার। আজ সকাল ১১টায় চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর