শিরোনাম
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

মহানবী (সা.)-এর ব্যঙ্গ কার্টুন প্রদর্শনে মুসলিমরা ব্যথিত ও ক্ষুব্ধ : খেলাফত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত মজলিসের এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্রান্সের মন্টেপলিস ও ত্বলুস শহরের দুটি সরকারি ভবনে রাষ্ট্রীয়ভাবে মহানবী (সা.)-এর ব্যঙ্গ কার্টুন প্রদর্শনের ঘটনায় বিশ্ব মুসলিম চরমভাবে ব্যথিত ও ক্ষুব্ধ হয়েছে। বিক্ষুব্ধ মুসলমানদের হৃদয়ের ক্ষত মুছতে হলে ফ্রান্সকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। নইলে সারা দুনিয়ার মুসলমান রাজপথে নেমে আসবে। গতকাল এক বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা ইসমাঈল নূরপুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল এ কথা বলেন। আগামী ৩০ অক্টোবর ঢাকায় গণমিছিল ও দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে নেতৃদ্বয় বলেন, ইতিমধ্যে ফ্রান্সের পণ্য বয়কট শুরু হয়েছে। এ বর্জন আরও তীব্র হবে। ইসলাম ও মহানবী (সা.)-এর অবমাননা কোনো মুসলমান মেনে নিতে পারে না।

গণমিছিল ও দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সফল করার জন্য আহ্বান জানান নেতারা।

 

সর্বশেষ খবর