বুধবার, ২৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

ব্যবসায়ীদের আস্থায় এনে বাজার নিয়ন্ত্রণ করতে হবে

-তোফায়েল আহমেদ

নিজস্ব প্রতিবেদক

ব্যবসায়ীদের আস্থায় এনে বাজার নিয়ন্ত্রণ করতে হবে

বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ব্যবসায়ীদের আস্থায় এনে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। নিয়মিত বাজার মনিটরিং করতে হবে। আলু-পিঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কোনগুলো কত মজুদ আছে, কত আমদানি করতে হবে তা নিয়ে অর্থ, খাদ্য, বাণিজ্য ও কৃষি আন্ত মন্ত্রণালয়ের বৈঠক করতে হবে। গতকাল জাতীয় সংসদ ভবনে বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বাজার নিয়ে জনমনে অসন্তোষ শুরু হয়েছে-এটাকে অস্বীকার করার সুযোগ নেই। পিঁয়াজ ও আলুর দাম বৃদ্ধি নিয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সভায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, ভারত হঠাৎ করে পিঁয়াজ বন্ধ করে দেবে এটা আমরা ভাবতে পারিনি। এখন ব্যবসায়ীদের নিয়ে আমরা নিয়মিত বৈঠক করছি। তারা আমদানি শুরু করেছেন। আশা করি খুব তাড়াতাড়ি সংকট কেটে যাবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে বৈঠকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, তাহজীব আলম সিদ্দিকী, সেলিম আলতাব জর্জ, সুলতানা নাদিরা প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর