শনিবার, ১৪ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

বরিশালে সর্ববৃহৎ দীপাবলি উৎসবে পুণ্যার্থীর ঢল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে সর্ববৃহৎ দীপাবলি উৎসবে পুণ্যার্থীর ঢল

গতকাল বরিশালে প্রিয়জনদের সমাধিতে জ্বালানো দীপে আলোকিত নগরীর কাউনিয়া মহাশ্মশান -বাংলাদেশ প্রতিদিন

বরিশালে চলছে ভারত উপমহাদেশের সর্ববৃহৎ দীপাবলি উৎসব। অন্যান্য বছর ব্যাপক সমারোহে দীপাবলি অনুষ্ঠানের আয়োজন করা হলেও এবার করোনার কারণে সংক্ষিপ্ত পরিসরে উৎসবের আয়োজন করেছে কর্তৃপক্ষ। তবে শেষ পর্যন্ত পুণ্যার্থীদের নিয়ন্ত্রণ করা যায়নি। ফলে গতকাল বিকাল থেকে পুণ্যার্থীর ঢল নামে কাউনিয়া মহাশ্মশানে। এ সময় প্রিয়জনের সমাধিতে দ্বীপ জ্বেলে, পছন্দের খাবার সাজিয়ে রেখে চন্ডিপাঠসহ প্রার্থনা করেন প্রয়াতের স্বজনরা। সনাতন ধর্মাবলম্বীরা ছাড়াও অন্যান্য ধর্ম-বর্ণের হাজারও মানুষ দেখতে যান দীপাবলি উৎসব। এতে দীপাবলি অনুষ্ঠান পরিণত হয় সব ধর্ম-বর্ণের মানুষের মিলনমেলায়।

গতকাল এবারের লগ্ন শুরু হলেও দুপুরের পর থেকে মহাশ্মশানমুখী হতে শুরু করেন পুণ্যার্থীরা। বিকালের পর থেকে ঢল নামে মহাশ্মশানে। মহাশ্মশানে নজরকাড়া আলোকসজ্জা সবাইকে বিমুগ্ধ করে।

এতে অন্য রকম এক পরিবেশের সৃষ্টি হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর