শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

৫০০ পর্যটক নিয়ে ডুবোচরে আটকা জাহাজ

গন্তব্য সেন্টমার্টিন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে যাওয়ার পথে পর্যটকবাহী জাহাজ এমভি ফারহানক্রুজ জাহাজ চার ঘণ্টা ধরে সাগরের ডুবোচরে আটকা পড়েছে। ওই জাহাজে সাড়ে পাঁচ শতাধিকেরও বেশি পর্যটক রয়েছে যা ধারণ ক্ষমতার চেয়ে বেশি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে টেকনাফ দমদমিয়া ঘাট থেকে সেন্টমার্টিন যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করে জাহাজটি। পথে মিয়ানমার সীমান্তবর্তী বঙ্গোপসাগরের নাইক্ষ্যংদিয়া এলাকায় সকাল সাড়ে ১১টার দিকে আটকা পড়ে জাহাজটি। জাহাজে থাকা পর্যটকদের মধ্যে কান্নার রোল পড়ে যায় বলে জানা গেছে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল জানান, জাহাজ আটকা পড়ার খবর পেয়েছি। জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আটকে পড়া পর্যটকদের ১০টি বিশেষ বোটে সাগরের নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে সেন্টমার্টিনে নিয়ে যাওয়া হয়। সাড়ে চার ঘণ্টা পর জাহাজটি সচল হয়ে পুনরায় সেন্টমার্টিন ঘাটে এসে পৌঁছায়। জাহাজটি বিকাল সাড়ে ৪টার দিকে পর্যটক নিয়ে পুনরায় টেকনাফের দমদমিয়া জেটিঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। অতিরিক্ত যাত্রী বহন করার বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 এ ব্যাপারে এমভি ফারহানক্রুজ জাহাজের ব্যবস্থাপক সোহেলের মোবাইলফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

সর্বশেষ খবর