শনিবার, ২৮ নভেম্বর, ২০২০ ০০:০০ টা

নারায়ণগঞ্জে আগুনে পুড়ে নিঃস্ব ৩৬ পরিবার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মুসলিমনগরে অগ্নিকান্ডে ৩৬টি পরিবার সর্বস্বান্ত হয়েছে। গৃহস্থালি সামগ্রী, পরিধানের কাপড়সহ পুড়ে গেছে সব। খোলা আকাশের নিচে অবস্থান করছে পরিবারগুলো। সকালে ঘটনাস্থলে ছুটে যান নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং সরকারি অনুদানের আশ্বাস দেন। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত তৈয়ব আলী জানান, বৃহস্পতিবার আগুন লাগার পর পরিবারের সদস্যদের জীবন  বাঁচাতে ঘর থেকে বের হই। ঘর থেকে একটি সুতাও বের করতে পারিনি। জামাকাপড়সহ সব পুড়ে ছাই হয়ে যায়। মেয়েদের বেতনের জমানো ২২ হাজার টাকা নিয়েও বের হতে পারিনি। সব হারিয়ে সর্বস্বান্ত আমরা। এখন খোলা আকাশের নিচে বাস করছি। পরিবার নিয়ে কোথায় দাঁড়াব বুঝতে পারছি না।’ বৃহস্পতিবার রাতের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে গতকাল সকালে ছুটে যান ইউএনও নাহিদা বারিক। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারদের খোঁজখবর নেন এবং তাদের খাবারের ব্যবস্থা করার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদলকে অনুরোধ করেন। চেয়ারম্যান তৎক্ষণাৎ খাবারের ব্যবস্থা করেন। ইউএনও ক্ষতিগ্রস্তদের সরকারি অনুদানের আশ্বাস দিয়ে তালিকা তৈরির নির্দেশ দেন। খাবারের ব্যবস্থা করা হলো কিনা তা দেখতে দুপুরে ফের ঘটনাস্থল পরিদর্শন করেন ইউএনও।

সর্বশেষ খবর