শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা
পাল্টা সংবাদ সম্মেলন

ভিডিওটি সুপার এডিট বলে দাবি মেয়র সাক্কু অনুসারীদের

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি নেতা মো. মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে বুধবার সংবাদ সম্মেলন করেছিলেন দলের একাংশের নেতা-কর্মীরা। নগরীর ধর্মসাগরপাড়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন-উর রশিদ ইয়াছিনের কার্যালয়ে ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ইউটিউব চ্যানেলে দেওয়া মেয়র সাক্কুর একটি সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায়, মেয়র সাক্কু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাদের নিয়ে বিভিন্ন উপহাসমূলক কথা বলেছেন। এর প্রতিবাদে আমিন-উর রশিদ ইয়াছিনের অনুসারীরা  ওই সংবাদ সম্মেলন করেছিলেন। সেখানে কায়সার মেয়র সাক্কুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগও করেন। এর প্রতিবাদে গতকাল দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেন মেয়র সাক্কুর অনুসারীরা।  এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল হক ভূঁইয়া স্বপন। এ সময় বৃহত্তর কুমিল্লা ছাত্রদলের  প্রতিষ্ঠাকালীন সভাপতি মো. সফিকুর রহমান, তৎকালীন সাধারণ সম্পাদক মো. আবদুর রউফ চৌধুরী ফারুক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মো. ইউসুফ মোল্লা টিপুসহ নেতারা উপস্থিত ছিলেন। গতকালের সংবাদ সম্মেলনে নেতারা বলেন, যে ভিডিওটি নিয়ে অপর পক্ষ সংবাদ সম্মেলন করেছে, সেটি ৯ মাস আগের এবং সুপার এডিট করা। নিজাম উদ্দিন কায়সার তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সেটি প্রচার করেছেন।

 লিখিত বক্তব্যে নজরুল হক ভূঁইয়া স্বপন বলেন, ‘মেয়র সাক্কুকে জড়িয়ে দেওয়া কায়সারের ওই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক। আমরা এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি। মেয়র সাক্কু প্রতিষ্ঠালগ্ন থেকে দলকে তৃণমূল থেকে সংগঠিত করেছেন।’ এ প্রসঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন-উর রশিদ ইয়াছিন বলেন, ‘ভিডিওটি বিএনপির নেতা-কর্মীদের মর্মাহত করেছে। দলের কেন্দ্রীয় সিনিয়র নেতারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা দলের প্রয়োজনে মাঠে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর