রবিবার, ৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় প্রেস ক্লাব সভাপতির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় প্রেস ক্লাব সভাপতির শ্রদ্ধা

জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম মনোনীত প্যানেলের বিজয়ী প্রার্থীরা। গতকাল সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে ১ মিনিট নীরবতা পালন করেন তাঁরা।

এ সময় সাংবাদিক নেতা ও প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি আজিজুল ইসলাম ভূইয়া,  প্রেস ক্লাবের নবনির্বাচিত সহসভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক মাইনুল আলম ও মো. আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, সদস্য আইয়ুব ভুইয়া, রেজানুর রহমান, শাহনাজ সিদ্দিকী সোমা, ভানুরঞ্জন চক্রবর্তী, রহমান মোস্তাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি ফরিদা ইয়াসমিন এ সময় বলেন, জাতীয় প্রেস ক্লাবের প্রথম নারী সভাপতি হিসেবে গণমাধ্যম এবং সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে কাজ করে যাব। ইকবাল সোবহান চৌধুরী বলেন, ফরিদা ইয়াসমিনের বিজয় মানে স্বাধীনতার সপক্ষের বিজয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বের ধারাবাহিকতায় নারীর ক্ষমতায়নের আরেকটি  মাইলফলক তৈরি হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত দ্বিবার্ষিক নির্বাচনে ক্লাবের ব্যবস্থাপনা কমিটির ১৭টি পদের মধ্যে সভাপতিসহ ১১ পদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম মনোনীত প্যানেল। ক্লাবের ৬৬ বছরের ইতিহাসে ফরিদা ইয়াসমিন প্রথম নারী যিনি ক্লাবের সভাপতি নির্বাচিত হলেন। এর আগে ক্লাবের প্রথম নারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন তিনি। ফরিদা ইয়াসমিন পর পর দুবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর