রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

শিল্পের জন্য জমি খোঁজা হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

শিল্পের জন্য জমি খোঁজা হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

সিলেটে শিল্প স্থাপন করতে জমি প্রয়োজন। এজন্য ২০০ একর জমি খোঁজা হচ্ছে। জমি পাওয়া গেলেই শিল্পের পরবর্তী কাজ শুরু হবে। গতকাল এ কথা জানিয়ে সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সংশ্লিষ্ট সবাইকে উপযুক্ত জমি খুঁজতে বলেন। গত শুক্রবার রাতে সিলেটের সাম্প্রতিক বিষয় নিয়ে মতবিনিময় সভায় কথা বলেন মন্ত্রী। সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ওই মতবিনিময় সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিলেটে কোনো ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি। ফলে কর্মসংস্থানের বড় কোনো সুযোগও তৈরি হচ্ছে না। তবে ঢাকার একটি গ্রুপের সঙ্গে এ প্রসঙ্গে আলাপ হয়েছে। তারা সিলেটে ইন্ডাস্ট্রি করার প্রস্তাবে সম্মতি জানিয়েছে।’

 মন্ত্রী জানান, সিলেটে ইন্ডাস্ট্রি করতে জমি প্রয়োজন। এজন্য ২০০ একর জমি খোঁজা হচ্ছে।

মতবিনিময় সভায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আজাদ প্রমুখ বক্তব্য দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর